বাইরে যতই গরম পড়ুক, ত্বক থাকবে হিমশীতল!

ত্বক থাকবে হিমশীতল

বাইরে যতই গরম পড়ুক, ত্বক থাকবে হিমশীতল!

যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। বাড়ি থেকে বের হলেই গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের। স্বাভাবিকভাবেই এই অবস্থা চলতে থাকলে ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের আশঙ্কা বেড়ে যেতে পারে, আর সেজন্যই ত্বকের শীতলতা বজায় রাখা খুবই দরকার। এই সময় পর্যাপ্ত পানি, ফলের রস খাওয়া যেমন জরুরি, তেমনি দরকার ত্বককে বাইরে থেকে ঠান্ডা রাখা। জেনে নিন কীভাবে কী করলে প্রবল গরমেও আপনার ত্বক থাকবে ঠান্ডা…

মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন

বাইরে থেকে ঘরে ঢুকে যেমন ভালোভাবে হাত-পা ধোবেন, তেমনি মুখেও বারবার ঠান্ডা পানির ঝাপটা দিন। সঙ্গে ব্যবহার করুন শসা, এলোভেরা বা মিন্টের নির্যাস যুক্ত ফেসওয়াশ। ঘরে থাকার সময়ও নির্দিষ্ট সময় অন্তর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই। স্কিন টাইপ অনুসারে নিতে পারেন নিউট্রিপিওর এলোভেরা জেল ক্লিনজার বা নিউট্রিপিওর হোয়াইটামিন সি ক্লিনজার

হাতের কাছে রাখুন ফেসিয়াল মিস্ট

বারবার মুখে পানি দিতে ইচ্ছে না করলে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট। বারদুয়েক স্প্রে করে নিন মুখে, ত্বক থাকবে তরতাজা, সুগন্ধি। বেস্ট অপশন হিসেবে নিতে পারেন নিউট্রিপিওর অর্গানিক রোজ মিস্ট টোনার

ক্রিম, ময়শ্চারাইজার ফ্রিজে রাখুন

ময়শ্চারাইজার, ক্রিম, বডি লোশনের মতো ত্বক পরিচর্যার সামগ্রী ফ্রিজে রাখার দুটো উপকারিতা আছে। এক, ফ্রিজে রাখলে এ সব জিনিসের কার্যকারিতা অনেক বেড়ে যায়, চট করে নষ্ট হয় না, আর দুই, ত্বক ঠান্ডা থাকে। নিউট্রিপিওরের অর্গানিক ময়েশ্চারাইজার গুলো থেকে বেছে নিন আপনার জন্য সব থেকে ইফেক্টিভ অপশনটি!

চাই ত্বক শীতল রাখার মাস্ক

ত্বক ঠান্ডা রাখতে চাইলে আস্থা রাখুন শসায়। গরমে ত্বক চিড়বিড় করলে, জ্বালা করলে শসার মাস্ক নিমেষে স্নিগ্ধতা জোগাবে। শসা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর থেঁতো করে রস বের করুন। তুলোয় করে এই রস নিয়ে মুখে মাখুন। পুরো শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। এতে ত্বক শীতল তো থাকবেই, ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

বরফ 

ত্বক দ্রুত ঠান্ডা করতে হলে বরফের চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! পরিষ্কার রুমালে বরফ মুড়ে মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখের প্রদাহ কমবে, রক্ত সংবহন বেড়ে মুখের উজ্জ্বলও দেখাবে।

স্কিন কেয়ারে নিউট্রিপিওরে রয়েছে অর্গানিক সব প্রডাক্টের সমাহার। স্কিনের কোনো ক্ষতি না করে এই ন্যাচারাল প্রোডাক্ট গুলো দেবে সফট-স্মুথ ও গ্লোয়িং স্কিন! আজই ট্রাই করুন ইফেক্টিভ স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো…

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply