ঘরে বসে হেয়ার স্পা কিভাবে করবেন?
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
সিল্কি শাইনি হেয়ার পেতে রেগুলার হেয়ার স্পা করাটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। আপনাদের জন্য আজ এনেছি ২ টি ঘরোয়া হেয়ার স্পা ট্রিটমেন্ট রেসিপি! এবার হেয়ার স্পা করতে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করাটা আপনার বোধ হয় অপচয় বলেই মনে হবে! ।
প্রতিদিন পলিউশন এবং ডার্টস চুলের অনেকটাই ক্ষতি করে। এছাড়া হেয়ার ড্যামেজের কারণের লিস্ট করতে গিয়ে হেয়ার ড্রায়ার, কার্লিং আয়রন, হেয়ার স্ট্রেইটনার এবং এমনকি হেয়ার কালারের হার্মফুল ইফেক্ট গুলোও কিন্তু ইনক্লুড হয়ে যায়। রেগুলার হেয়ার কেয়ার রুটিন (শ্যাম্পু, অয়েলিং এবং কন্ডিশনার) চুলের ড্যামেজ রিপেয়ারের জন্য পর্যাপ্ত নয়; এক্ষেত্রে হেয়ার স্পা অনেকটাই ইফেক্টিভ হতে পারে!
চলুন এক নজরে দেখে নেই কিভাবে হেয়ার স্পা ট্রিটমেন্ট চুলকে হেলদি ও শাইনি করতে সাহায্য করে-
হেয়ার স্পা ট্রিটমেন্টকে “হেয়ার রিবার্থ থেরাপি” হিসাবেও বলা হয়। স্পা ট্রিটমেন্টে চুলকে এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে স্টিমুলেট করা হয় এবং কন্ডিশন্ড করা হয় যা ড্যামেজ রিপেয়ারে সাহায্য করে এবং হেয়ার হেলথ ইমপ্রুভে সাহায্য করে। এজন্য রেগুলার হেয়ার স্পা করলে চুল ড্যামেজ ফ্রি, সিল্কি ও শাইনি থাকে। সেই সাথে হেয়ার স্পা দেয়-
- ডিপ কন্ডিশনিং
ঘরোয়া হেয়ার কন্ডিশনিং হেয়ার রুটকে স্ট্রং করার সাথে সাথে হেয়ার ফলিকল গুলোকেও শক্তিশালী করতে সাহায্য করে, হেলদি হেয়ার গ্রোথ নিশ্চিত করে। স্ক্যাল্প হেলথ ইমপ্রুভ করে ও চুলকে হাইড্রেটেড রাখে।
- ড্যান্ড্রাফ দূর করে
হেয়ার স্পা ট্রিটমেন্টে মেহেদি এবং লেবুর মতো উপাদান ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি পাওয়া যায়। এই উপাদানগুলি মাথার ত্বক এবং চুলকে হেলদি করার সাথে সাথে স্ক্যাল্প ড্যামেজ ও ট্রিট করে
- থিক এবং হেলদি চুল দেয়
হেয়ার স্পা ট্রিটমেন্ট চুলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ড্যামেজ রিপেয়ার করে এবং হেয়ার গ্রোথ স্টিমুলেট করে। এটি চুল থিক করতে এবং হেলদি রাখতেও সাহায্য করে।
- চুল পেকে যাওয়া রোধ করে
বয়স বাড়ার সাথে সাথে চুল পেকে যাওয়া ও হেয়ার ফলের মত প্রবলেম বাড়তে থাকে। তবে আমাদের ডেইলি লাইফে পলিউশন এবং স্ট্রেস এই প্রক্রিয়াগুলিকে ত্বরান্বিত করতে পারে এবং স্কিনের মত হেয়ারেও প্রিম্যাচিওর গ্রেয়িং এর প্রবলেম দেখা দিতে পারে। হেয়ার স্পা ট্রিটমেন্ট হেয়ার এবং স্ক্যাল্পকে তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে এবং এইজিং প্রতিরোধে সাহায্য করে।
জেনে নিন কিছু চমৎকার ২ টি হেয়ার স্পা ট্রিটমেন্ট যা আপনি নিজেই বাড়িতে ট্রাই করতে পারেন-
- অলিভ অয়েল হেয়ার স্পা ট্রিটমেন্ট
অলিভ অয়েল একটি চমৎকার হেয়ার কন্ডিশনার। এটি ড্যামেজ রিপেয়ার করে ও আপনার চুলকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। এই হেয়ার স্পা অল টাইপ হেয়ারের জন্য সুইটেবল
আপনার প্রয়োজন হবে
- ২-৩ টেবিল চামচ অলিভ অয়েল
- হট ওয়াটার স্টিম নেয়ার জন্য একটি পাত্র
- তোয়ালে
যেভাবে করবেন
- স্ক্যাল্প ও হেয়ারে অলিভ অয়েল ম্যাসাজ করুন
- এরপর প্রায় ১০ মিনিটের জন্য হেয়ার স্টিম নিন। টেবিলে গরম পানির একটি ঢাকনাযুক্ত পাত্র রেখে পাত্রের উপর ঝুঁকে একটি তোয়ালে দিয়ে চুল এবং পাত্রটি ঢেকে দিন
- এবার ঢাকনা সরিয়ে এবং চুলে স্টিম বসতে দিন
- ১০ মিনিট পর টাওয়েলটি পানিতে ডুবিয়ে রাখুন। এক্সেস পানি ঝরিয়ে নিন এরপর তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে নিন
- আরো ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন, তারপর লাইট ও সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন
ডিম দিয়ে হেয়ার স্পা ট্রিটমেন্ট
ডিম প্রোটিনের বেশ বড় একটা সোর্স। রিসার্চে দেখা যায় যে ডিমের কুসুম চুলের বৃদ্ধিকে স্টিমুলেট করতে পারে। ডিম দিয়ে হেয়ার স্পা করার এই রেসিপিটি সব রকমের হেয়ারের জন্য ভালো কাজ করে
আপনার প্রয়োজন হবে
- ১ টি সম্পূর্ণ ডিম
- ২ টেবিল চামচ নারকেল তেল
- হট ওয়াটার স্টিম নেয়ার জন্য একটি পাত্র
- তোয়ালে
যেভাবে করবেন
- একটি পাত্রে ডিম এবং নারকেল তেল ভালোভাবে ফেটিয়ে নিন
- এরপর প্রায় ১০ মিনিটের জন্য হেয়ার স্টিম নিন। টেবিলে গরম পানির একটি ঢাকনাযুক্ত পাত্র রেখে পাত্রের উপর ঝুঁকে একটি তোয়ালে দিয়ে চুল এবং পাত্রটি ঢেকে দিন
- ঢাকনা সরান এবং আপনার চুলে স্টিম বসতে দিন।
- ২০ মিনিটের পরে চুলে ডিম এবং নারকেল তেলের মাস্কটি এপ্লাই করুন
- মাস্ক এপ্লাই করে প্রায় ২০ মিনিট অপেক্ষা করুন।
- ঠান্ডা পানি এবং একটি হালকা সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিন
ঘরে বসে ঘরোয়া উপাদান দিয়েই করা যায় এমন দুইটি খুব সহজ হেয়ার স্পা ট্রিটমেন্ট রেসিপি আজ জানিয়ে দিলাম। থিক অ্যান্ড লং হেলদি হেয়ার পেতে উইকলি অন্তত ২/১ বার এই ঘরোয়া হেয়ার স্পা ট্রিটমেন্ট রেসিপিটি ফলো করুন। শেয়ার করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও ন্যাচারাল বিউটি কেয়ারের ব্যাপারে জানিয়ে দিন!