ন্যাচারাল Face Wash বানানোর ঘরোয়া পদ্ধতি | How To

Homemade Face Wash for All Skin Types

স্কিনকে পরিষ্কার রাখা স্কিন কেয়ারের প্রধান ও খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। দৈনন্দিন ব্যাস্ত জীবনে ধুলাবালি, পলিউশন ও ইমপিউরিটিজের কারণে স্কিনে যে একটা ডার্ক ও তৈলাক্ত ভাব চলে আসে তা থেকে মুক্তি পেতে রুটীনমাফিক স্কিন ক্লিনিং বা Face Wash করা খুবই জরুরি। বাজারে পাওয়া যায় এমন প্রায় সব ফেইস ওয়াশেই থাকে ক্ষতিকর ক্যামিকেল SLS ও অন্যান্য সিনথেটিক উপাদান যা স্কিনকে হয়ত পরিস্কার করে কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যাবহারে স্কিনের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, স্কিন তার প্রয়োজনীয় ময়েশ্চার হারিয়ে ফেলে ও এইজিং ইফেক্ট দেখা দেয়। 

আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এমন কিছু স্কিন ক্লিনজিং সলিউশন যা একই সাথে বাজেট ফ্রেন্ডলি, হাতের কাছে পাওয়া উপাদান দিয়ে বানানো যায় এবং সব থেকে গুরুত্বপুর্ণ যেটা, সেটা হলো এগুলো অল ন্যাচারাল হবার কারনে স্কিনের কোনো ক্ষতি করে না।

তাহলে চলুন জেনে নেই আপনার স্কিন টাইপ অনুযায়ী কিভাবে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন কয়েকটি ন্যাচারাল ডিপ ক্লিনিং Face Wash-

ওয়েলি ও একনি প্রন স্কিনের জন্য Face Wash

যাদের স্কিন ওয়েলি টাইপ ও পিম্পল বা একনির সমস্যা যাদের বেশি তাদের জন্য ফেইস ওয়াশ ব্যবহারের সময় মাথায় রাখতে হবে যেন স্কিনটা ডিপলি ক্লিন হয় ও একনি ব্যাকটেরিয়া গুলো দূর হয়। একই সাথে স্কিনের প্রয়োজনীয় ময়েশ্চারাইজেশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। 

  • টি ট্রি ফেইস ওয়াশ

টি ট্রি ওয়েলে আছে এন্টি ব্যাক্টেরিয়াল গুণাগুণ যা একই সাথে একনি ও ব্ল্যাক হেডস দূর করার জন্য খুব ভালো কাজ করে। 

আপনার যা যা প্রয়োজন 

  ক্যাস্টর অয়েল ১/৪ কাপ

  গ্রেইপ সিড ওয়েল ১/২ কাপ

  জোজোবা ওয়েল ১/৪ কাপ

Nutripure Tea Tree Essential Oil ১৫ ফোঁটা

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

 একটা বটল বা জারের মধ্যে সব গুলো উপাদান নিয়ে ভালোভাবে মিক্স করে নিন।

  ব্যবহারের সময় অল্প পরিমানে আঙুলে নিয়ে স্কিনে এপ্লাই করুন ও সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।

  গরম পানিতে একটি টাওয়েল ভিজিয়ে সেটা দিয়ে স্কিনকে স্টিম করে নিন। 

  স্টিমিং শেষে একটা টিস্যু দিয়ে স্কিনকে ভালভাবে মুছে নিন। 

  • হিলিং ক্লে ও এসপিরিন ফেইস ওয়াশ

হিলিং ক্লে ও এসপিরিনে আছে স্কিনের পোর গুলো থেকে এক্সট্রা ওয়েল ক্লিন করার ক্ষমতা ও এন্টি ব্যাক্টেরিয়াল ও এন্টি ইনফ্লেমেটরি গুনাগুণ যা একনি প্রন স্কিনের জন্য খুবই কার্যকরি।

আপনার যা যা প্রয়োজন

  হিলিং ক্লে- ২ চামচ

  এসপিরিন ট্যাবলেট – ২ টি

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

  এসপিরিন ট্যাবলেট গুলোকে ভালোভাবে গুড়ো করে নিয়ে ক্লে এর সাথের মিশিয়ে নিতে হবে।

  ১ টেবিল চামচ পানি মিশিয়ে নিয়ে ঘন পেস্টের মত বানিয়ে স্কিনে এপ্লাই করে নিন।

  শুকিয়ে আসলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

 

ড্রাই, সেনসিটিভ ও নর্মাল স্কিনের জন্য Face Wash

যাদের স্কিন ড্রাই ও সেনসিটিভ তারা এই হোমমেইড Face Wash গুলো ট্রাই করতে পারেন। এছাড়া যাদের নর্মাল স্কিন তাদের জন্যেও এই ফেইস ওয়াশ গুলো উপযোগী।

  • এলোভেরা ও মধু ফেইস ক্লিনজার

এলোভেরার এন্টি এক্সিডেন্ট সেনসিটিভ স্কিনে ময়েশ্চার ধরে রাখতে ও সুদিং ইফেক্ট দিতে কার্যকরি। একই সাথে মধুর এন্টি ব্যাক্টেরিয়াল উপাদান স্কিনের ব্যাক্টেরিয়া ক্লিন করে ও ড্রাই স্কিনে ময়েশ্চারের যোগান দেয়।

আপনার যা যা প্রয়োজন

  এলোভেরা জেল – ১/৪ কাপ

  বিশুদ্ধ মধু – ১/৪ কাপ

  যেকোনো এসেনশিয়াল ওয়েল ( যেমন Nutripure Rose Oil ) – ১ টেবিল চামচ

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

  সব গুলো উপাদান একটা পাত্রে মিস্ক করে নিন। 

  পুরো স্কিনে পাতলা লেয়ারে এপ্লাই করুন।

  ১ মিনিট রেখে গরম পানিতে ভেজানো টাওয়েল দিয়ে মুছে ফেলুন।

  • টি ট্রি ওয়েল , ক্যাস্টাইল সোপ ও মাচা গ্রিন টি ফেইস ওয়াশ

মাচা গ্রিন টি তে থাকা প্রচুর এন্টি অক্সিডেন্ট ও টি ট্রি ওয়েলের এন্টি ব্যাক্টেরিয়াল ফর্মুলা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করবে ও ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার ধরে রেখে স্কিনকে এইজিং ও পলিউশইনের হাত থেকে বাঁচায়।

আপনার যা যা প্রয়োজন

  ৪ টেবিল চামচ বিশুদ্ধ মধু

  ৪ টেবিল চামচ এভোক্যাডো ওয়েল

  ৪ টেবিল চামচ ক্যাস্টাইল সোপ

  ১/২ টেবিল চামচ মাচা গ্রিন টি ( Nutripure Organic Acne Pack পাউডার ইউজ করতে পারেন)

  ১০ ফোঁটা Nutripure Tea Tree Essential Oil

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

  একটা পাত্রে সব গুলো উপাদান ভালো ভাবে মিশিয়ে নিন

  একটা ২০০ মিলির বটলে ঢেলে নিন ও এতে ১২০ মিলি. পানি মিশিয়ে নিন

  নর্মাল ফেইস ওয়াশের মত করে এই হোমমেইড ফেইস ওয়াশ ইউজ করুন

কম্বিনেশন স্কিনের জন্য ফেইস ওয়াশ

আপনার স্কিন যদি কম্বিনেশন হয়ে থাকে আপনার এমন ফেইস ওয়াশ দরকার যা আপনার স্কিনের অতিরিক্ত সিবাম ক্লিন করবে একই সাথে প্রয়োজনীয় ময়েশ্চার ধরে রাখবে। আসুন জেনে নেই এমন দুইটি হোমমেইড ফেইস ওয়াশের রেসিপি।

  • গ্রাম ফ্লাওয়ার বা বেসন ও কাঁচা দুধের ফেইস ওয়াশ (উপাদান গুলো দিয়ে স্ট্যাটিক)

বেসনের ফেইস ক্লিনিং ক্ষমতা সম্পর্কে জানেনা এমন মানুষ খুব কমই আছে। প্রাচীনকাল থেকেই বেসন তার ফেইস ডিপ ক্লিনিং ক্ষমতার জন্য ও পোরস ক্লিন করার জন্য বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়ে আসছে। 

আপনার যা যা প্রয়োজন

  ২ টেবিল চামচ বেসন

  ১/৪ কাপ ননীযুক্ত কাঁচা দুধ

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

  দুধ ও বেসন ভালো ভাবে মিক্স করে পেস্টের মত বানিয়ে নিন।

  স্কিনে এপ্লাই করুন ও সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন।

  ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

  • টমেটো, লেবুর রস ও কাঁচা দুধের ফেইস ক্লিনজার (উপাদান গুলো দিয়ে স্ট্যাটিক)

এই ন্যাচারাল ফেইস ক্লিনজারে আছে ভিটামিন সি ও এন্টি অক্সিডেন্ট যা একই সাথে স্কিনকে ডিপলি ক্লিন করতে পারে, স্কিনকে ব্রাইট করে ও এইজিং ইফেক্ট থেকে মুক্তি দেয়।

আপনার যা যা প্রয়োজন

  ২ চা চামচ ফ্রেশ পাকা টমেটো পাল্প

  ১ চা চামচ লেবুর রস

  ১ চা চামচ ননীযুক্ত কাঁচা দুধ

যেভাবে তৈরী ও ব্যবহার করবেন

  একটা পাত্রে সব গুলো উপাদান মিশিয়ে পেস্টের মত বানিয়ে নিন।

  স্কিনে এপ্লাই করুন ও ১০ মিনিট রেখে দিন।

  ঠান্ডা পানি দিয়ে ফেইস ধুয়ে নিন ও টিস্যু বা পাতলা কাপড় দিয়ে মুছে নিন।

বিভিন্ন স্কিন টাইপের জন্য ফেইস ওয়াশ নির্বাচনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। স্কিন টাইপ অনুযায়ী এই ন্যাচারাল হোম মেইড ফেইস ওয়াশ নিয়মিত ব্যবহার করে আপনি আপনার ফেইসকে যেমন ক্লিন রাখতে পারবেন একই সাথে এগুলোর ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং, এন্টি এইজিং ও এন্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ আপনার ফেইসকে করবে ব্রাইট, নিখুঁত ও নিদাগ এবং তারুণ্যে ভরপুর।

অল টাইপ স্কিনের জন্য সব ধরনের স্কিন কেয়ার প্রডাক্ট পেয়ে যাবেন Nutripure Bangladesh এ। একনি ও পোরস দূর করার জন্য অথবা স্পটস রিমুভ ও স্কিন ব্রাইটেনিং এর জন্য অসাধারণ কিছু প্রডাক্ট পেয়ে যাবেন এখানে। এগুলো যেমন কার্যকরী একই সাথে ১০০% অর্গানিক হবার কারণে স্কিনের জন্য সম্পুর্ণ নিরাপদ ও সাইড ইফেক্ট মুক্ত। নির্দেশিত উপায়ে ব্যবহার ছাড়াও এই প্রডাক্ট গুলো ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে তৈরী করে ফেলতে পারেন আরো বেশ কিছু ফেইস ক্লিনজার ও ডে এন্ড নাইট স্কিন কেয়ার আইটেম। 

কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কিন টাইপ কি আর আজই স্কিন টাইপ অনুযায়ী হোমমেইড ফেইস ওয়াশ এড করে নিন আপনার স্কিন কেয়ার রুটিনে। এই ঘরোয়া রেসিপি গুলোর মধ্যে কোনটা আপনার সব থেকে ভালো লেগেছে আমাদের জানাতে ভুলবেন না।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply