ওয়েলি ও ড্রাই স্কিনের জন্য ঘরোয়া উপায়ে তৈরী ৪ টি নাইট ক্রিম রেসিপি

Homemade Night Creams for Dry and Oily Skin

দিনে ও রাতে ব্যবহার করা ক্রিমের মধ্যে বেশ কিছু পার্থ্যক্য আছে। দিনে ব্যবহার করা ক্রিম গুলোতে মূলত স্কিনের বাইরের লেয়ারটাকে ধুলাবালি ও ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করার দিকে নজর দেয়া হয়। অন্যদিকে রাতে ব্যবহার করা নাইট ক্রিম গুলোতে ফোকাস করা হয় যাতে রাতে ঘুমের সময়ে ক্ষতিগ্রস্থ স্কিন সেলস গুলোকে আবার হেলদি করে তোলা ও স্কিনকে ভেতর থেকে ব্রাইট করে তোলা যায়। বাজার থেকে অনেক সময় ক্ষতিকর ক্যামিকেল নাইট ক্রিম কিনে আমরা অনেকেই ব্যবহার করি। এগুলো যেমন দামি তেমনি স্কিনে দীর্ঘমেয়াদী ক্ষতিও করে। কিন্তু আমরা চাইলে ঘরোয়া ভাবে আমাদের স্কিন টাইপ অনুযায়ী নাইট ক্রিম তৈরী করতে পারি।

চলুন আজকে জেনে নেয়া যাক ওয়েলি স্কিন ও ড্রাই স্কিনের জন্য ঘরোয়া ভাবে বাজেট-ফ্রেন্ডলি নাইট ক্রিম তৈরীর কয়েকটি উপায়-

  • ওয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম
  • এলোভেরা নাইট ক্রিম

যাদের ওয়েলি স্কিন তারা গ্রীষ্মকালে নাইট ক্রিম ব্যবহার করার কথা ভাবতেই পারে না। তাদের জন্য এটি একটি অসাধারণ সলিউশন। এক টেবিল চামচ এলোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার ওয়েল ও কয়েক ফোঁটা প্রাইমরোজ ওয়েল একটা পাত্রে নিয়ে ভালোভাবে মিস্ক করে নিন। এরপর প্রতি রাতে শোবার আগে ফেইসে আলতোভাবে এপ্লাই করুন। মিশ্রণটি এয়ারটাইট ভাবে রেখে কয়েক মাস ব্যবহার করা যাবে। এই হোম মেইড নাইট ক্রিম স্কিনের ওয়েল কন্ট্রোল করবে ও ন্যাচারালি গ্লো এনে দিবে।

  • গ্লিসারিন নাইট ক্রিম

এক টেবিল চামচ কোকোনাট ওয়েল, এক টেবিল চামচ গ্লিসারিন ও ৩/৪ ফোঁটা রোজ ওয়াটার একটা পাত্রে ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে গরম করুন। ঠান্ডা হলে মিশ্রণটি ক্রিমের মত অবস্থায় আসবে। এরপর এটি স্কিন ও ঘাড়ে এপ্লাই করে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন। প্রতি রাতেই প্রসেসটি এপ্লাই করতে পারবেন। এটা আপনার স্কিনকে ন্যাচারালি হাইড্রেট করবে ও ব্রাইট করবে।

  • ড্রাই স্কিনের জন্য নাইট ক্রিম
  • বাটার ও মধুর নাইট ক্রিম

বাটার ও মধু আপনার স্কিনকে সুন্দর ও কোমল করে তুলবে ও স্কিনের ভেতরের স্তর থেকে হাইড্রেট করবে। এক টেবিল চামচ বাটার, এক চা চামচ মধু ও অল্প পরিমাণে জাফরান একটা পাত্রে নিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এটা একটা ক্রিমি অবস্থায় চলে আসলে স্কিনে ও ঘাড়ে আলতো করে এপ্লাই করুন ও ১০-১৫ মিনিট ক্লক ওয়াইজ ম্যাসাজ করুন। এই প্রসেসটিও প্রতিদিন ফলো করলে আপনি কিছুদিনের মধ্যেই লক্ষ্যণীয় পরিবর্তন দেখতে পাবেন আপনার স্কিন টোনে। একনি প্রবণ স্কিনের জন্যেও এই নাইট ক্রিমটা খুবই কার্যকরী।

  • অরেঞ্জ ও গ্লিসারিনের হোমমেইড ময়েশ্চারাইজার

কমলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা স্কিনে আর্দ্রতা ধরে রাখতে খুবই সহায়তা করে। তিন চারটা কমলার খোসা ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর এতে কয়েক ড্রপ অরেঞ্জ ওয়েল, এক টেবিল চামচ পেট্রোলিয়াম জেলী ও এক টেবিল চামচ গ্লিসারিন মিস্ক করে নাড়তে থাকুন। ক্রিম অবস্থায় চলে আসলে এটি আপনার নাইট ক্রিম হিসেবে তৈরী হয়ে যাবে। প্রতি রাতে এটা স্কিনে এপ্লাই করুন আর পেয়ে যান কোমল ও সতেজ ত্বক। মিশ্রণটি একটি এয়ার টাইট কন্টেইনারে ২ সপ্তাহের মত সংরক্ষণ করতে পারবেন। 

তো বুঝতেই পারছেন খুব সহজে ঘরে বসেই তৈরী করে নেয়া সম্ভব আপনার স্কিনের জন্য উপযোগী নাইট ক্রিম। এই ন্যাচারাল আইটেম গুলো আপনার স্কিনকে যেমন হাইড্রেট ও ময়েশ্চারাইজ করবে, একই সাথে আপনাকে দিবে একটি ব্রাইট ও ইয়ংগার লুকিং স্কিন। তাহলে এই সহজ ও হাতের কাছে পাওয়া উপাদান গুলো দিয়ে নাইট ক্রিম তৈরী করে আজকেই যুক্ত করে ফেলুন আপনার প্রতিদিনের বিউটি রুটিনে।

Nutripure Bangladesh

Leave a Reply