চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এপ্লাই করুন অর্গানিক হেয়ার ওয়াশ

Organic Hair Wash

জানেন কি পাশ্চাত্যে “নো শ্যাম্পু” আন্দোলন শুরু হয়েছিল মাঝে এবং তা শুরু করেছিলেন একজন বিউটি ব্লগার। কারণ শ্যাম্পুতে থাকে SLS বা SLES যা আমাদের শরীরে ক্যান্সার, অঙ্গ বিকলের মত মারাত্মক ক্ষতি করার ক্ষমতা রাখে। তাই আমাদেরকেও সচেতন হতে হবে শ্যাম্পুর বিকল্প কিছু ব্যবহার করার জন্য। যাতে সপ্তাহে একবার শ্যাম্পু করার পর সেই বিকল্পটি বাকি দিনে আপনি ব্যবহার করতে পারেন। (how to make shampoo at home with natural ingredients)

  • রিঠা

আপনি নিশ্চয় জানেন শ্যাম্পু শব্দটি এসছে সংস্কৃত থেকে তাই প্রাচীন ভারতে চুল ভাল রাখার জন্য শ্যাম্পু বা মাথা পরিষ্কার করার নিয়ম ছিল। এই মাথা পরিষ্কার রাখার ক্ষেত্রে রিঠার ভূমিকা খুব বেশি। রিঠাকে বলা হয় সোপনাট কারণ এটিকে গরম জলে ফোটালে ফেনা বের হয় আর সেই ফেনাই প্রকৃত শ্যাম্পু যা আপনার চুলকে ভাল রাখার সাথে সাথে কুচকুচে কালো করে তোলে। (how to make shampoo at home with natural ingredients)

  • শিকাকাই

শিকাকাই এর গুঁড়া পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগিয়ে ২ মিনিট ঘষুন। তবে এতে সাবান বা শ্যাম্পুর মত ফেনা হবেনা কিন্তু আপনার চুল ঠিকই পরিষ্কার হবে। শিকাকাই, রিঠা ও শুকনো আমলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে গরম করে নিন যতক্ষণ পর্যন্ত না শিকাকাই নরম হয়। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে পিষে নিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। মাথার তালু পরিষ্কারের জন্য এই মিশ্রণটি বা শ্যাম্পুটি অনেক ভালো, কারণ এতে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক নেই।

  • হেনা

হালকা গরম জলে হেনা মিশিয়ে ঠান্ডা হওয়ার পরে সেটিকে চুলের গোড়া থেকে ডগা অব্দি লাগিয়ে ফেলুন। হেনা চুলকে উজ্জ্বল আর রঙিন করে দেয়। আপনি চাইলে নিজের মনের মত করে হেনার প্যাকটি বানাতে পারেন। মাথায় খুশকির সমস্যা থাকলে হেনার সাথে লেবুর রস মিশিয়ে নিন, খুশকি গায়েব হয়ে যাবে। (how to make shampoo at home with natural ingredients)

  • অ্যালোভেরা 

অ্যালোভেরা নামের গাছটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ত্বক থেকে শুরু করে শরীরের ভেতরকেও সুস্থ রাখে তেমনই আমাদের চুলকেও খুব ভাল রাখে এমনকি শ্যাম্পুর পরিবর্তেও এটি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল নিয়ে স্ক্যাল্পে আস্তে আস্তে মালিশ করবেন। এটি মাথায় জমে থাকা ঘাম, ময়লা এবং ধুলোদের সরিয়ে দেয়। (how to make shampoo at home with natural ingredients)

  • চা

চা খেতে কে না ভালবাসে! এই চা আপনার মাথা এবং চুলকে পরিষ্কার করে ফেলতে পারে। লিকার চা দিয়ে স্নানের আগে ধীরে মাথা ধুয়ে ফেলবেন। তারপর ১০ মিনিট ধরে ম্যাসাজ করবেন শেষে ভাল জলে ধুয়ে নেবেন। চুল শ্যাম্পু করার মতই পরিষ্কার হয়ে যাবে।

একবার কেমিক্যাল যুক্ত শ্যাম্পু বাদ দিয়ে প্রাকৃতিক শ্যাম্পুদের ব্যবহার করে দেখুন। আপনাআর চুল আগের থেকে অনেক ভাল থাকবে।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply