৫ টি স্টেপে পার্লার-লাইক ফেসিয়াল করুন ঘরে বসেই!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
আমরা যখন কারো দিকে তাকাই তখন প্রথমে লক্ষ্য করি তার মুখ। রং ফর্সা বা কালো যাই হোক না কেন মুখে একটা সতেজভাব থাকলেই সবাইকে ভালো লাগে। আর ইনস্ট্যান্ট সতেজ গ্লোয়িং একটা লুক পেতে ফেসিয়াল-এর কোনো বিকল্প নেই। সচরাচর যারা বাইরে যান বা অফিস করেন তাদের জন্য ফেসিয়াল-টা আরো বেশি জরুরী। আবার চেহারা থেকে সারা দিনের ধুলো ময়লা ও কান্তি দুর করতে ফেসিয়াল খুবই হেল্পফুল। প্রতিদিন, আচ্ছা দিন না হোক, সপ্তাহে অন্তত একবার ফেসিয়াল করা প্রয়োজন। কিন্তু সময়ের অভাবে বা আলসেমির কারণে পার্লারে যাওয়া অনেক সময়েই হয়ে ওঠে না। তাই চট করে শিখে নিন ফেসিয়ালের ৫টি ধাপ, যাতে মাত্র ৩০ মিনিটে ঘরে বসেই নেবেন পারফেক্ট পার্লার-লাইক ফেসিয়াল।
ফেসিয়ালের ৫টি ধাপ এপ্লাই করতে যা যা প্রয়োজন-
- স্কিনে স্যুট করে এমন ক্লিনজার বা ফেইস ওয়াশ
- এক্সফোলিয়েটিং স্ক্রাব
- গরম পানি ও একটি পরিষ্কার কাপড়
- ফেসিয়াল মাস্ক বা প্যাক (অবশ্যই স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী)
- ময়েশ্চারাইজার
ঘরে বসে ফেসিয়ালের ৫টি স্টেপ যেভাবে ফলো করবেন-
প্রথম ধাপ- ফেইস ওয়াশ করে নিন
প্রথমে আপনার পছন্দের যেকোন ক্লিনজার দিয়ে মুখ, গলা ও কান ধুয়ে পরিষ্কার করুন। আমার ব্যক্তিগত পছন্দ হলো নিউট্রিপিওরের এলোভেরা জেল ক্লিনজার, সেনসিটিভ স্কিনে এটা খুবই ভালোভাবে স্যুট করে। অর্গানিক ও ওয়াটার বেইজড ক্লিনজার হওয়ায় স্কিনে মেক আপ থাকলেও এটা দিয়ে একদম ডাবল-ক্লিনজিং এর ইফেক্টিভনেসটা পাওয়া যায়। চোখে মেকআপ থাকলে তা পরিষ্কার করে নিতে ভুলবেন না।
এক্সফোলিয়েটিং স্ক্রাব ইউজ করুন
উইকলি অন্তত ২ বার ফেইস স্ক্রাব ইউজ করা উচিত। এতে করে স্কিনের ডার্টস ও ডেড স্কিন সেলস গুলো বের হয়ে যায়। ফেইস স্ক্রাব এপ্লাই করার সময়ে আঙ্গুলের মাথা ব্যবহার করে মুখের ওপর থেকে নিচে সারক্যুলার মোশনে হালকাভাবে ঘষতে থাকুন। মাঝে মাঝে আপনার নাক, কপাল এবং এর কাছাকাছি এলাকায় মনোনিবেশ করুন। এই এলাকায় একটু ভাল ভাবে ম্যাসাজ করুন। কারণ, এই সব যায়গার ত্বক একটু বেশি তৈলাক্ত হয়। বৃদ্ধাঙ্গুলী দিয়ে নাকের নিচে ও আপনার ঠোঁটের নিচের এলাকায় হালকাভাবে ঘষতে থাকুন। এভাবে ৫–৬ মিনিট করে মুখ ধুয়ে নিন। আপনি চাইলে নিউট্রিপিওর কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন নারিকেল তেলের সাথে বাদামী বা সাদা চিনি মিশিয়ে স্ক্রাব বানাতে পারেন। চোখের উপরে এবং আশে পাশের অংশ বাদ রেখে স্ক্রাব লাগাতে হবে কারণ এই অংশের ত্বক খুব পাতলা।
হট ওয়াটার স্টিম নিন
একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে তা থেকে আপনার মুখে ধীরে ধীরে স্টিম নিতে পারেন। আবার একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ২–৩ বার আপনার মুখে লাগিয়েও স্টিম নিতে পারেন। আবার একটি টি-পট এর মধ্যে গরম পানি ফুটিয়েও স্টিম নেওয়া যায়। ফেইস মাস্ক ইউজের আগে স্টিম নিলে মাস্কের বেনিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস গুলো স্কিন ভালোভাবে এবজর্ভ করতে পারে।
ফেইস মাস্ক এপ্লাই করুন
তৈলাক্ত ত্বকের জন্য, একটি মাড মাস্ক ব্যবহার করুন। আর শুষ্ক ত্বকের জন্য, ক্রিম মাস্ক ব্যবহার করুন। চোখের চারপাশের এলাকা এড়িয়ে মাস্ক প্রয়োগ করুন। ১০–২০ মিনিট এর জন্য মাস্কটা আপনার মুখে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। আপনি চাইলে ঘরে বসেই বানাতে পারেন মাস্ক।
কয়েকটি হোমমেইড ফেইসমাস্ক রেসিপি–
ডিমের ফেইস প্যাক
একটি ডিম থেকে ডিমের সাদা অংশ পৃথক করে একটি বাটির মধ্যে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ টক দই যোগ করুন। ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
কফি দিয়ে ফেইস মাস্ক
এক টেবিল চামচ কফি বীনস, এক টেবিল চামচ কোকো পাওডার, দুই টেবিল চামচ টক দই, একটি ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ মধু (আপনার তৈলাক্ত ত্বকের জন্য) অথবা লেবুর রস (আপনার শুষ্ক ত্বকের জন্য) । সব কিছু ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
মুলতানি মাটির ফেইস প্যাক
দুই টেবিল চামচ মুলতানি মাটি, দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপজল এবং দুই ফোটা রোজ অ্যাসেনসিয়াল অয়েল একসাথে ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১০ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন!
নিউট্রিপিওর অর্গানিক ফেইস মাস্ক
আলাদাভাবে মাস্ক তৈরীর ঝামেলা করতে না চাইলে স্কিন কনসার্ন অনুসারে নিতে পারেন নিউট্রিপিওরের একনি কিওর মাস্ক, ব্রাইটেনিং প্যাক বা চারকোল ফেসিয়াল মাস্ক। ন্যাচারাল ও ক্যামিকেল ফ্রি ফেইস মাস্ক গুলো স্পেশাল ফর্মুলায় তৈরী যা আপনাকে দেবে একনি ও পিম্পল ফ্রি ফ্ললেস, ব্রাইট ও গ্লোয়িং স্কিন।
ফাইনালি এপ্লাই করুন ময়েশ্চারাইজার
ফেইস মাস্ক ইউজের পর সব শেষে আপনার মুখে এবং ঘাড়ে ময়েশ্চারাইজার এপ্লাই করুন। এক্ষেত্রে আমার ফেভারিট হলো নিউট্রিপিওর অর্গানিক রোজ অয়েল। ৪৮ ঘন্টা ডিপ ময়েশ্চারাইজেশনের সাথে এই অর্গানিক ফেসিয়াল অয়েল স্কিনকে করবে ফ্ললেস ও গ্লোয়িং। আপনার স্পেসিফিক স্কিন টাইপ অনুসারে নিতে পারেন টি ট্রি অয়েল, জোজোবা অয়েল বা মরিঙ্গা অয়েল। এছাটা ত্বক যদি অতিরিক্ত ড্রাই হয় তবে চাইলে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল ব্যবহার করে দেখতে পারেন।
তো, দেখে নিলেন ফেসিয়ালের ৫টি ধাপ! এখন ঘরে বসে আপনি নিজেই ফেসিয়াল করতে পারবেন! আজ থেকেই শুরু করে দিন…
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…