৪ টি টিপসে রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন | চটজলদি হয়ে উঠুন পার্টি-রেডি!

শুষ্ক পায়ের যত্ন

ফেইসের গ্লো ধরে রাখার জন্য আমরা কত কি না করে থাকি। কিন্তু হাত পায়ের রুক্ষ-শুষ্ক স্কিনের যত্ন নেয়ার ব্যাপারে আমরা কি মোটেও সেভাবে নজর রাখি? ধরুন হঠাৎ একটা পার্টিতে ডাক পড়ল। ঝটপট রেডি হতে শুরু করলেন, পছন্দের মানানসই শাড়ি, সাথে মিলিয়ে পেন্সিল হিলটা মাত্রই বের করেছেন এমন সময়ে হঠাৎ চোখ চলে গেল পায়ের দিকে, কী বিশ্রী দশা হয়েছে পায়ের! ঠিকমত যত্নের অভাবে পায়ে এক ধরনের রুক্ষতা চলে এসেছে। এখন এত অল্পসময়ে সল্যুশন কিভাবে পাবেন? চিন্তা নেই, চটজলদি রাফ ও ডাল হয়ে থাকা স্কিনকে পার্টি-রেডি করে তুলতে এনেছি কয়েকটি স্পেশাল টিপস। পড়তে থাকুন…

পায়ের রুক্ষ-শুষ্ক স্কিনকে কিভাবে স্মুথ ব্রাইট ও সফট করে তুলবেন-

  • ইনস্ট্যান্ট পার্টি-রেডি ঝকঝকে মসৃণ পায়ের জন্য মরিঙ্গা অয়েল

ইনস্ট্যান্টলি স্মুথ ও ঝকঝকে পায়ের স্কিন পেতে আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে মরিঙ্গা অয়েল। যারা মরিঙ্গা অয়েল-এর সাথে সেভাবে পরিচিত নন তাদের জন্য বলছি, এই অর্গানিক অয়েলটি মেইনলি ইউজ করা হয় ফেইসের স্কিন কেয়ারের জন্য। এতে আছে ময়েশ্চারাইজিং ও ইনস্ট্যান্ট স্কিন হিলিং প্রোপারটিজ। যখন আপনার হাতে পেডিকিউর করার মত পর্যাপ্ত সময় নেই তখন আপনার পায়ে এপ্লাই করুন মরিঙ্গা অয়েল! এতদিন যা আপনার মুখের ত্বককে উজ্জ্বল করত, আজকে দেখুন সেটি কীভাবে আপনার রুক্ষ, শুষ্ক পায়ের স্কিনকে মসৃণ করে তুলেছে।

  • নিম অয়েল ও অলিভ অয়েল

আপনার কাছে মরিঙ্গা অয়েল যদি না থাকে তাহলে ঝটপট চলে যান রান্নাঘরে, রান্নাঘরের তাক থেকে নিমের তেল অথবা অলিভ অয়েল-এর কৌটা থেকে একটু তেল বাটিতে নিয়ে নিন। তারপর পায়ের পাতায় সেই তেলটি ধীরে ধীরে ম্যাসাজ করুন।

তারপর দেখুন আপনার পা কী সুন্দর ঝকঝকে লাগছে! আর যদি তেল মাখার আগে আপনার পা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। এতে আপনার নিজের কাছেও অনেক ঝরঝরে লাগবে, একটা রিফ্রেশিং অনুভূতি পাবেন।

  • ব্রাইট কালারের নেইল পলিস

যদি আপনার হাতে এতটা সময় না থাকে তাহলে ড্রেসিং টেবিল থেকে একটা ব্রাইট কালারের নেইল পলিস তুলে নিন। নখের এট্রাকটিভ উজ্জল নেইল পলিস- সেই সাথে আগের যেকোনো একটা ইজি রেসিপি ব্যাস, স্মুথ পায়ের ঝলকে নজর কাড়ুন সবার!

  • এপ্লাই করুন ব্রোঞ্জার( Bronzer) 

ব্রোঞ্জার (Bronzer) ব্যবহার করেও পায়ের ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তুলতে পারেন। ব্রাশে ব্রোঞ্জার নিয়ে পায়ের পাতায় আলতোভাবে বুলিয়ে নিন, তারপর আপনার দুই ফিতার স্যান্ডেল অথবা পেন্সিল হিলটা পায়ে গলিয়ে নিন। দেখুন তো, পায়ের পাতার দাগ ছোপ রুক্ষতাকে লুকোতে তথা আপনার রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নিতে আপনি ১০০% সফল হয়েছেন কী না!

ফেইসের স্মুথ, সফট ব্রাইট স্কিন টেক্সচার যদি ফুল বডি এমনকি হাতে-পায়েও আনতে চান সেক্ষেত্রে অবশ্যই উইকলি ৩ দিন বা ছুটির দিনগুলোতে নিয়মিত গ্লো অর্গানিক বডি স্ক্রাব ইউজ করতে ভুলবেন না!  পায়ের স্কিন ফাটা,ডালনেস, দাগ-ছোপ ইত্যাদি দূরে রাখতে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং হেলদি পদ্ধতি হল নিয়মিত বডি স্কিন কেয়ার রুটিন মেনটেইন ও পেডিকিওর করা। এতেই দূর হবে পায়ের রুক্ষতা-শুষ্কতা, ফুল বডি স্কিন দেখাবে ইভেনটোন ও গ্লোয়িং!

Nutripure Bangladesh

Leave a Reply