হবু কনের বিয়ের প্রস্তুতি সব ঠিক ঠাক হচ্ছে তো?
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
চলছে বিয়ের মৌসুম। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ দিন। এই দিনটা নিয়ে তো জল্পনা কল্পনা আর প্রস্তুতির শেষ থাকে না সবারই। আর যারা এই শীতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সবাই নিশ্চয়ই এই সিচুয়েশনটার মধ্যে দিয়েই যাচ্ছেন। তবে তাড়াহুড়ো আর টেনশনে অনেকেরই বিয়ের প্রিপারেশনটা ঠিকমত হয় না, বিশেষ করে হবু কনের বিয়ের প্রস্তুতিটা। তাই আজ জানাবো, ব্রাইডদের জন্যে স্কিন কেয়ার রুটিন এবং কিছু স্পেশাল টিপস।
হবু কনের প্রস্তুতি কেমন হওয়া উচিত?
বিয়ের দিনে কনেই কিন্তু আসরের মধ্যমণি। তাই বিয়ের অন্তত এক মাস আগে থেকে কনেদের জন্যে কিন্তু বেসিক স্কিন কেয়ার রুটিন যেমন – ফেসিয়াল, ক্লিঞ্জিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং রুটিন করে মেনে চলতেই হবে। এছাড়াও করতে হবে এক্সট্রা কিছু কেয়ার। ব্যস্ততার মধ্যেও কিন্তু ঘরে বসেই চটজলদি এগুলো সেরে ফেলতে পারেন।
প্রতিটা মেয়েই চায় বিয়ের দিন যেন তাকেই সবচেয়ে সুন্দর দেখায়। কিন্তু বিয়ের আগের শপিং, পড়াশোনা বা অফিসের কাজ সেরে রাখা, নানান ছোটাছুটিতে দেখা যায়, নিজের যত্ন নেয়ার সময় করে উঠতে পারেন না অনেকেই। অনেকে মনে করে বিয়ের এক সপ্তাহ আগে, পার্লারে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটা ফুল ব্রাইডাল প্যাকেজ করে নিলেই হবে। কিন্তু সেটা করলে কিন্তু আসলে টাকা নষ্ট ছাড়া খুব বেশি উপকার আপনি পাবেন না। উল্টো সাইড-ইফেক্টের কথা তো বাদই দিলাম। সব সময়ের মত বিয়ের আগেও তাড়াহুড়ো করে ক্যামিকেল ট্রিটমেন্ট না নিয়ে অর্গানিক প্রডাক্ট ইউজ করাটাই সব থেকে ইফেক্টিভ। নিজের যত্ন নেয়ার প্রস্তুতি শুরু করতে হবে এক মাস আগে থেকেই। তাহলেই দেখবেন, বিয়ের দিন আপনি শারীরিক, মানসিক… সবদিক দিয়েই তৈরি হয়ে আছেন।
কনের বিয়ের প্রিপারেশনের স্টেপগুলো-
- নিয়মিত ত্বকের যত্ন নেয়া
ত্বকের যত্ন নিয়ে অবহেলা করলে বিয়ের পুরো আয়োজনেই আপনাকে নিষ্প্রাণ লাগবে। এমনটি নিশ্চয়ই আপনি চান না, তাই না? তাই একদম শুরু থেকেই ত্বকের যত্ন নিতে হবে। এজন্য রেগুলার মর্নিং ও নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। প্রতিদিন ডাবল ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং ছাড়াও সপ্তাহে ১/২ বার স্কিন এক্সফোলিয়েট করুন। স্কিনের গ্লো ধরে রাখতে তিন মাস আগে থেকেই ফেসিয়াল করা শুরু করতে পারেন। বিয়ের আগে থেকেই ঘরোয়াভাবে ফেইসের স্কিনের যত্ন নিতে হবে। ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ফেইসপ্যাক। এক্ষেত্রে স্কিন কনসার্ন অনুযায়ী নিউট্রিপিওর থেকে নিতে পারেন বিভিন্ন ধরণের অর্গানিক ফেইসপ্যাক। এই প্যাক গুলোতে অল্প সময়েই ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ও স্কিন ফ্ললেস হবে। ত্বকে যদি রোদে পোড়া ভাব থাকে তাহলে টক দই এর মাস্ক ব্যবহার করতে পারেন। যদি অয়েলি স্কিন হয়, তাহলে নিউট্রিপিওরের চারকোল মাস্ক ব্যবহার করুন। যদি স্কিন ড্রাই হয়, তাহলে ব্যবহার করতে পারেন স্কিন ব্রাইটেনিং রুটিন। এতে ত্বক থাকবে ময়েশ্চারাইজড ও সফট। এই ফেইস প্যাক গুলো স্কিন কনসার্নের ফাস্টেস্ট সল্যুশন যেমন দিবে সেই সাথে ইনস্ট্যান্টলি দেবে ব্রাইট ও গ্লোয়িং স্কিন!
- হেয়ার ট্রিটমেন্ট করা
অনেকেই বিয়ের দিন ডিফারেন্ট একটি লুক পাওয়ার জন্য হেয়ার কালার করেন। অনেকে রিবন্ডিংটাও সেরে ফেলেন এই সময়ে। বিয়ের আগে হেয়ার কালার করতে পারেন, তবে সেটা যেন একদম বিয়ের আগে আগে না হয়। অন্তত এক মাস আগেই কালার করুন। যদি কোনো কারণে কালার ভালো না লাগে তাহলে অনুষ্ঠানের আগেও কালার বদলে ফেলার একটা সুযোগ পেয়ে যাবেন। হেলদি ও শাইনি চুল পাওয়ার জন্য নিউট্রিপিওরের অর্গানিক অয়েল গুলো দিয়ে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। হট অয়েল থেরাপির সুবিধা হচ্ছে- চুল সিল্কি হয়, চুলের গোড়া শক্ত হয়, হেয়ার গ্রোথ বাড়ে, নার্ভ রিল্যাক্স হয়। বিয়ের নানান আনুষ্ঠানিকতায় যেন চুলের সৌন্দর্য বজায় থাকে তাই এ সময় ঠিকঠাক হেয়ার কেয়ার করতে ভুলবেন না যেন!
- ফিটনেস ও নিউট্রিশন প্ল্যান
বিয়ের আগে স্লিম হওয়ার জন্য অনেকেই ক্রাশ ডায়েট করা শুরু করেন। এটা একদমই করা উচিত নয়। বিয়েতে আপনাকে যেন সুন্দর দেখায়, সেজন্য সবার আগে আপনাকে সুস্থ থাকতে হবে। ক্রাশ ডায়েট করলে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই হুটহাট ডায়েট না করে, একটি নিউট্রিশন চার্ট তৈরি করুন এবং সেটাই ফলো করুন। সম্ভব হলে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন। বিয়ের আগে বাইরের জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে পুষ্টিকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন।
- স্কিন ও হেয়ার মেক-আপ ট্রায়াল
একেবারে বিয়ের দিনে আপনার সাজটা কেমন হবে, চুলটা কীভাবে বাঁধবেন, মেক-আপ কীভাবে করবেন সেটির ট্রায়াল দিতে পারেন বিয়ের আগে। যদি বিয়ের আগে হেয়ার কাট দিতে চান তাহলে দুই সপ্তাহ আগেই কেটে নিন। এছাড়া চুল ট্রিমও করাতে পারেন। বিয়ের সময় কীভাবে হেয়ার স্টাইল করবেন সেটা মাথায় রেখেই চুল কাটুন। নইলে হেয়ার স্টাইলিং মনমতো কিন্তু হবে না। আগে থেকে প্রিপারেশন নেয়ার জন্য মেকআপ বা আউটফিট নিয়ে কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে।
- মেকআপ আইটেম ও অন্যান্য এক্সেসরিজ কিনে ফেলুন
বিয়ের আগে নানা কাজের ব্যস্ততা থাকে। তখন তাড়াহুড়ো করতে যেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেনা মিস হয়ে যেতে পারে। তাই হাতে সময় নিয়ে মাস দুই আগে থেকেই মেকআপ আইটেমগুলো কিনে ফেলুন। এতে চেক করে নিতে পারবেন স্কিনে সেটা স্যুট করছে কিনা। শাড়ির সাথে ম্যাচিং লিপস্টিক, ফাউন্ডেশন, ব্লাশ, নেইল পলিশ, ফেইস প্যালেট, মেকআপ ব্রাশ ইত্যাদি যা যা প্রয়োজন লিস্ট করে নিন। এবার লিস্ট অনুযায়ী কিনে ফেলুন দরকারি মেকআপ আইটেমগুলো। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, জুতা, পার্স, ওড়না এসবও কিন্তু আগেই কিনে ফেলতে হবে। কারণ শেষ মুহূর্তে তাড়াহুড়োয় যে কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আগে লিস্ট করে রাখলে কোনোকিছু মিস হওয়ার চান্স থাকবে না।
- হ্যান্ড ও নেইল কেয়ার
নেইল পলিশ দেওয়ার অভ্যাস থাকলে, বিয়ের দুই সপ্তাহ আগে থেকে সেটি বন্ধ রাখুন। কারণ বারবার নেইল পলিশ লাগানো ও রিমুভ করার ফলে নখের টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। এতে বিয়ের সময় নখ দেখতে মোটেও সুন্দর লাগবে না। তাই কিছুদিন অফ রাখুন, বিয়ের অনুষ্ঠানের সময় একবারে অ্যাপ্লাই করুন। এছাড়া নখের কিউটিকল ভালো রাখতে নিয়মিত আমন্ড বা অলিভ অয়েল, ভ্যাসলিন লাগিয়ে রাখুন। নখের সাথে সাথে হাতও যেন ময়েশ্চারাইজড থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। হাতের জন্য হ্যান্ড লোশনও ইউজ করতে পারেন। বিয়ের সময় শুধু ফেইস নয়, হাত পায়ের যত্নও নিতে হবে সমানভাবে। তাই মেনিকিওর বা পেডিকিওর দুটোই করা জরুরি। ঘরে বসেই এগুলো করা যায়। যদি পার্লার থেকে করাতে চান, সেটাও করিয়ে নিতে পারেন। যদি পা ফাটার সমস্যা থাকে, তাহলে আলাদাভাবে তার যত্ন নিতে হবে।
- বিয়ের আগের দিনের প্রস্তুতি
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগের দিন সবচেয়ে বেশি অস্থির, দুশ্চিন্তাময় দিন হয়। কিন্তু নিজেকে যেন আকর্ষণীয় লাগে সেজন্য সকল চিন্তাকে দূরে ঠেলে ঘুমানোর চেষ্টা করতে হবে। এতে আপনিও রিল্যাক্স থাকবেন। বিয়ের আগের দিন নানা চিন্তায় পানি পানের কথা মোটেও ভুলে যাওয়া যাবে না। এতে বিয়ের দিন শরীর হাইড্রেটেড থাকবে। মনে রাখতে হবে বিয়ের দিনটা যথেষ্ট হেকটিক একটা দিন যাবে। এ সময়ে যেন পারফেক্ট এনার্জি লেভেল বজায় থাকে এজন্য পরিমিত খাবার, পানি ও ঘুম তিনটিই প্রয়োজন।
বিয়ের আগে হবু কনের প্রস্তুতি কেমন হবে সেগুলো সম্পর্কে তো আলোচনা হলো। কিন্তু সবকিছু যদি একসাথে মনে না থাকে? এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটি চার্ট তৈরি করে ফেলা। কী কী প্রিপারেশন বাকি আছে আর কোনগুলো হয়ে গিয়েছে সবকিছুর একটি লিস্ট বানিয়ে ফেলুন। ফ্রেন্ড, ছোট বোন বা কাছের কাউকে সেই লিস্টের দায়িত্ব দিন। স্কিন ও হেয়ারের কেয়ার নেয়ার পাশাপাশি মনেরও কেয়ার নিন। নতুন ফ্যামিলি, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। নিউট্রিপিওরের পক্ষ থেকে আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইলো।
বিয়ের আগে স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অর্গানিক প্রোডাক্ট খুঁজছেন? ন্যাচারাল ও সাইড-ইফেক্ট ফ্রি বিউটি কেয়ারের জন্য যেকোনো প্রডাক্ট নিতে পারেন নিউট্রিপিওর থেকে। বিয়ের প্রিপারেশন নিয়ে যদি টেনশনে থাকেন সেক্ষেত্রে আজই নক করুন নিউট্রিপিওরের ফেইসবুক বা ইনস্টাগ্রাম পেইজে। স্পেশালি আপনার জন্য এপ্রোপ্রিয়েট বিউটি কেয়ার প্রডাক্ট সাজেশন পেয়ে যাবেন আমাদের বিউটি-স্পেশালিস্টদের কাছ থেকে। এছাড়া নিউট্রিপিওরের ওয়েবসাইট ঘুরে আমাকের কমপ্রিহেনসিভ বিউটি কেয়ার প্রডাক্ট লাইন আপ থেকে নিজের পছন্দমতো পারচেস করতে পারেন প্রয়োজনীয় প্রোডাক্টগুলো। নিউট্রিপিওরের সাথেই থাকুন!