চশমা পরে নাকের দুপাশে স্পট পড়ে গেছে?

চশমা পরে নাকের দুপাশে স্পট

চশমা পরে নাকের দুপাশে স্পট পড়ে গেছে?

সব দাগ মোটেও ভালো নয়! বিশেষ করে চশমার দাগ! যাঁরা দীর্ঘদিন ধরে চশমা পরছেন, তাঁরা এই সমস্যার সঙ্গে হাড়ে হাড়ে পরিচিত। একটানা চশমা পরতে পরতে নাকের দু’পাশে আর উপরে বিশ্রী দাগ পড়ে যায়, যা কোনও মেকআপ, কোনও কনসিলারেই আর উঠতে চায় না! এখন চশমা পরেন বলেই যে নাকের পাশে দাগও পুষে রাখতে হবে তার কোনও মানে নেই কিন্তু! আর দাগ তুলতে হাতিঘোড়া বিশাল কিছু করারও দরকার নেই! খুবই সহজেই ক্রমশ হালকা করে ফেলতে পারবেন চশমার বিশ্রী দাগ! নিজেই দেখে নিন কীভাবে..

চশমা পরলে দাগ কেন হয়

ফিটিংয়ের সমস্যা, একজায়গায় দীর্ঘক্ষণ চাপ পড়ার কারণেই মূলত চশমার দাগ পড়ে। দ্রুত ব্যবস্থা না নিলে এই দাগ ক্রমশ গাঢ় হতে থাকে, তারপর একসময় তা পাকাপাকিভাবে বসে যায়!

স্পট দূর করতে আপনার যা যা প্রয়োজন

➡️ আধা চা চামচ অরেঞ্জ পীল পাউডার

➡️ আধা চা চামচ লেমন পাউডার

➡️ এক টেবিল চামচ কাঁচা দুধ

কিভাবে তৈরী করবেন

ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে নিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার দাগের উপর লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলবেন। মাসখানেক টানা করতে পারলেই দাগ হাওয়া!

নিউট্রিপিওরে রয়েছে শতভাগ অর্গানিক ও ক্যামিকেল ফ্রি অরেঞ্জ পীল পাউডার ও লেমন পাউডার। ইফেক্টিভ ও সাইড-ইফেক্ট ফ্রি ইনগ্রেডিয়েন্টসে এই ধরণের স্পটস দূর করতে আজই নিন নিউট্রিপিওরের বেস্ট অর্গানিক স্কিন কেয়ার সল্যুশনস

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply