শরীর সুস্থ রাখতে শাকসবজির ভূমিকার কথা তো সকলেই জানেন! কিন্তু সবজির খোসাও যে কত উপকারী সে কথা জানেন কি? সত্যি বলতে সবজির খোসাতে এমন অনেক উপাদান রয়েছে যা অনায়াসেই আপনি ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন! অতএব শরীর সুস্থ রাখতে নিয়মিত সবজি খান আর তার খোসা দিয়ে করে নিন রূপচর্চা! এক ঢিলে দুই পাখি মারা একেই বলে!
শসার খোসা
শসা দিয়ে রূপচর্চা করার কথা তো জানেনই! তার খোসাও যে কত কাজে লাগে জানেন কি? এবার চোখের চারপাশের ডার্ক সার্কল তুলুন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কাজ করে এটি।
আলুর খোসা
মুখে ব্রণ বেরোয় যাঁদের, তাঁরা মুখে ঘষে নিন আলুর খোসা। আলুর খোসায় ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।
লাউয়ের খোসা
লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা আলাদা জেল্লা পাবেন। সপ্তাহে একবার করুন আর তফাতটা নিজেই দেখুন!
করলার টুকরো
করলা কাটার পর ছোট টুকরো বা বোঁটার নিচের অংশগুলো ফেলবেন না। রসটা মুখে মেখে নিন। কালো দাগছোপ, ব্রণর দাগ সব উঠে যাবে!
লেবুর খোসা
মুখে অবাঞ্ছিত রোম রয়েছে? একটুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা রোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।
গাজরের খোসা
গাজর ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। তারপর বেটে একটা পেস্ট মতো করুন। মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার উপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে নিমেষে!
এসবের পাশাপাশি ন্যাচারাল স্কিন কেয়ারে লুফে নিন নিউট্রিপিওরের শতভাগ অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো। সম্পূর্ণ ক্যামিকেল ও সাইড ইফেক্ট ফ্রি হওয়ায় এগুলো স্কিনের কোনো ক্ষতি করে না সেই সাথে দেয় সকল স্কিন প্রবলেমের ফাস্টেস্ট ও ইফেক্টিভ সল্যুশন। দেশের বেস্ট অর্গানিক বিউটি কেয়ার শুধুমাত্র নিউট্রিপিওরে।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…