বছর ঘুরে চলে এলো ২০২৩ সাল। পুরোনোকে পেছনে ফেলে নতুনের খোঁজে শুরু হলো আমাদের নতুন যাত্রা। সবাই নিউ ইয়ার রেজুলেশন ফিক্স করতে ব্যাস্ত! তবে নিউ ইয়ারের উৎসবের আমেজে পুরোনো বছরের ভালো জিনিসগুলোকে ভুলে গেলে কিন্তু চলবে না!
স্কিন ও হেয়ার কেয়ারে সঠিক প্রডাক্টটি সিলেক্ট করা কিন্তু বেশ কঠিন একটি কাজ। অনেকেই কনফিউশনে পড়ে যান এটা ভাবতে গিয়ে যে-”সত্যিই এই প্রডাক্টটি আমার জন্য ভালো হবে তো?” আপনাদের এই কনফিউশন দূর করতে আজ জানিয়ে দিব ২০২২ সালের মোস্ট সেলিং ও টপ রিভিউড কিছু বিউটি কেয়ার প্রডাক্টস সম্পর্কে। আশা করি নতুন বছরেও অর্গানিক ও ক্যামিকেল-ফ্রি এই বিউটি কেয়ার প্রডাক্ট গুলো আপনাদের আস্থা ও ভরসার জায়গাটা ধরে রাখবে।
Best Face Packs of 2022
‘স্কিন কেয়ার’ শব্দটা শুনলে ফার্স্টেই চোখে ভেসে ওঠে ফেইস প্যাক এপ্লাই করার একটা ছবি, তাইনা? ন্যাচারালি স্কিনের ব্রাইটনেনিং, একনি সল্যুশন বা এন্টি-এজিং এর জন্য ইফেক্টিভ বেনিফিটস পাওয়া যায় এই সহজ স্কিন কেয়ার আইটেমটি থেকে। তবে বাছ-বিচার না করে যেকোনো জায়গা থেকে ফেইস প্যাক কিনে স্কিনের আরো ক্ষতি করে ফেলবেন না কিন্তু! ফেইস প্যাক সিলেকশনে হেল্প করতে জানিয়ে দিচ্ছি ২০২২ সালের টপ ৩ টি ফেইস প্যাক সম্পর্কে-
স্কিন ব্রাইটেনিং প্যাক
স্কিনটা আরেকটু ব্রাইট ও গ্লোয়িং দেখাক, স্পটগুলো চলে যাক, এমনটা কে চায় না বলুন? কিন্তু প্রতিদিনের ব্যাস্ততায় ত্বকের এত যত্ন নেয়ার সময়টাই অনেকে বের করতে পারেন না। তবে উইকলি মাত্র ২ দিন অরেঞ্জ পীল, স্যান্ডালউড ও মুলতানী মাটির গুনে ভরপুর এই ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং প্যাকটা এপ্লাই করে পেতে পারেন পারফেক্টলি ব্রাইট ও গ্লোয়িং ত্বক, ঠিক যেমনটা চাচ্ছিলেন। ত্বকের যত্নে এটুকু তো করাই যায়!
একনি ট্রিটমেন্ট মাস্ক
পিম্পল নিয়ে নতুন করে বলার মত তো আর কিছুই নেই! জেদী ব্রণ একবার ওঠা শুরু হলে তাকে আর থামায় কে! নাহ, আর কেউ না, শুধুমাত্র নিউট্রিপিওর একনি ট্রিটমেন্ট মাস্কটাই রয়েছে যা দেবে ফাস্টেস্ট একনি রিলিফ। নীম, মাচা গ্রিন ট্রি আর টি-ট্রি অয়েলের নির্যাসে এই একনি ট্রিটমেন্ট মাস্ক মাত্র এক মাসে ব্রণ দূর করে দেবে একনি-ফ্রি, ফ্ললেস স্কিন!
একটিভেটেড চারকোল ফেসিয়াল
স্কিনকেয়ারে অ্যাকটিভেটেড চারকোলের দারুণ কিছু স্কিন বেনিফিটস আছে, সেটা আমরা অনেকেই জানি না! বয়সের ছাপ পড়ে যাওয়া বা ক্যামিকেল ড্যামেজড স্কিনের যত্নে অ্যাকটিভেটেড চারকোল বেশ ইফেক্টিভ। এটা স্কিনের ডিপ লেয়ার থেকে ডার্টস ও ইমপিওরিটিস একদম টেনে বের করে আনে। তাই বয়সের ছাপ দূর করে স্মুথ-হেলদি ও গ্লোয়িং স্কিন পেতে নিন নিউট্রিপিওর একটিভেটেড চারকোল ফেসিয়াল।
Best Hair Masks of 2022
হেয়ার কেয়ারে কত কিছু করছেন কিন্তু তাও হেয়ারফল, চুলের রাফনেস তো রয়েছেই এদিকে প্রপার হেয়ার গ্রোথ হচ্ছে না? দেখুনতো, রেগুলার হেয়ার কেয়ার থেকে বাদ যাচ্ছে না তো হেয়ার মাস্ক? চুলের সাপ্তাহিক যত্নে হেয়ার মাস্ক থাকা কতটা জরুরি তা আমরা অনেকেই জানি না। হেয়ারফল ও ড্যামেজ কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে হেয়ার মাস্ক এর বিকল্প নেই। অনেকে হেয়ার মাস্কের ইমপরট্যান্স জানলেও, বাসায় বসে হেয়ার মাস্ক বানানোর মত সময় করে উঠতে পারি না! অনেকে আবার কোন হেয়ার মাস্কটি ভালো হবে তা বুঝেই উঠতে পারেন না! আপনাদের জন্য আজ এনেছি ২০২২ সালের বেস্ট অর্গানিক হেয়ার মাস্ক-
অর্গানিক হেয়ার গ্রোথ মাস্ক
হেয়ার গ্রোথ স্টপ হয়ে আছে, এদিকে নতুন চুল ও গজাচ্ছে না একেবারেই? চিন্তার কিছু নেই! জবা, শিকাকাই ও জিনসেং এর অর্গানিক নির্যাসে হেয়ার গ্রোথ মাস্ক মাত্র ২ মাসে আপনার চুলকে করবে থিক এন্ড লং, সেই সাথে নিশ্চিত করবে প্রপার হেয়ার গ্রোথ!
এন্টি হেয়ারফল মাস্ক
চুল পড়ার প্রবলেম কিছুতেই দূর হচ্ছে না? আপনার জন্য রয়েছে নিউট্রিপিওর এন্টি হেয়ারফল মাস্ক! আমলা, রিঠা ও মেথির নির্যাসে এক্সট্রিম হেয়ারফলকে জানান গুডবাই! ইফেক্টিভ ভিটামিনস ও মিনারেলসের গুনে এই এন্টি হেয়ারফল মাস্ক মাত্র এক মাসে আপনার হেয়ারফলকে নিয়ে আসবে একদম জিরোতে!
ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট মাস্ক
খুশকির মত ইরিটেটিং হেয়ার প্রবলেম মনে হয় আর একটাও নেই! নানা রকম শ্যাম্পু আর অয়েল ট্রাই করেও যারা এই ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য নিউট্রিপিওরের রয়েছে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট মাস্ক। অর্গানিক নীম, মাচা গ্রিন টি আর রিঠার গুণে ড্যান্ড্রাফ দূর করুন মাত্র ২ সপ্তাহে!
Best Facewash of 2022
রেগুলার স্কিন কেয়ারে ফার্স্ট স্টেপটিই হলো ক্লিনজিং! ঘুম থেকে উঠে আর বাইরে থেকে ফিরে আমরা আগে মুখটা ধুয়ে ফেলি, তারপর বাকী সব কাজ! মুখ ধোয়ার জন্য স্কিন টাইপ অনুযায়ী ভালো মানের ফেইস ওয়াশ খুবই প্রয়োজন। সম্মানিত কাস্টমারদের ভোটে ২০২২ সালের বেস্ট ফেইস ওয়াশ হিসেবে নির্বাচিত হয়েছে নিউট্রিপিওরের হোয়াইটামিন-সি ব্রাইটেনিং ক্লিনজিং জেল। ন্যাচারাল ভিটামিন-সি সমৃদ্ধ এই ফেইস ক্লিনজার স্কিনের কোনো ক্ষতি না করেই করবে ডিপলি ক্লিনড, সাথে দেবে ব্রাইট ও গ্লোয়িং লুক ইনস্ট্যান্টলি!
হেয়ার প্রবলেম ফেইস করেন না এমন কেউ মনে হয় নেই ই! কারো এক্সট্রিম হেয়ারফল, কারো চুল রুক্ষ-শুষ্ক, কা্রো ড্যান্ড্রাফ, কারোর আবার নতুন চুল উঠে না, কারো চুলের আগা ফাটার সমস্যা, কারো অল্প বয়সে চুল পেকে যাওয়া, কারো চুল সহজে বাড়ে না- এমন হাজারো সমস্যার সমধান করতে পারে অর্গানিক হেয়ার অয়েল! জেনে নিন ২০২২ সালের বেস্ট হেয়ার গুলো সম্পর্কে-
অর্গানিক জবা অয়েল
খুব সহজে যদি নিউ হেয়ার গ্রোথ পাওয়া যেত তাহলে কেমন হত বলুন তো? না স্বপ্ন নয়, নিউট্রিপিওরে রয়েছে সম্পূর্ণ অর্গানিক জবা ও ব্ল্যাকসিডের নির্যাসে তৈরী জবা হেয়ার অয়েল। এর ভিটামিনস ও মিনারেলস হেয়ার গ্রোথকে স্টিমুলেট করবে সেই সাথে গজাবে নতুন চুল। কি, বিশ্বাস হচ্ছেনা? রিয়েল ইউজার রিভিউ থাকছে নিচেই!
অর্গানিক আমলা অয়েল
হেয়ারফল নিয়ে টেনশনে আরো হেয়ারফল হচ্ছে? নাহ, সেই দিন এখন শেষ! নিউট্রিপিওরে রয়েছে ন্যাচারাল আমলার নির্যাসে অর্গানিক আমলা হেয়ার অয়েল। রেগুলার ইউজে যা আপনার চুলের গোড়াকে মজবুত করবে ও চুল পড়া কমিয়ে আনবে শুন্যের কোঠায়।
অর্গানিক অনিয়ন অয়েল
হিট স্ট্রেইটেনিং বা কার্লিং করাটা এখন তো একটা ট্রেন্ডই হয়ে গেছে। সেই সাথে রিবন্ডিং করাটাও এখন বেশ জনপ্রিয়। কিন্তু এসব হেয়ার ট্রিটমেন্টের পরেই শুরু হয় স্প্লিট এন্ডস বা হেয়ার ব্রেকেজের মত হেয়ার ড্যামেজ প্রবলেম। এসবের সল্যুশনে নিউট্রিপিওরে রয়েছে অর্গানিক অনিয়ন অয়েল। সালফার যুক্ত এই অয়েল ইউজে হেয়ার ড্যামেজ তো দূর হবেই, সেই সাথে চুলের রাফ ও ফ্রিজিনেস ও দূর করে দেবে সিল্কি লং হেয়ার।
Best Moisturisers of 2022
বছরের শুরুর এই সময়টায় শীত বেশ জাঁকিয়ে বসেছে। শীতের হাওয়া বইতে শুরু করা মানেই ত্বক নিয়ে চিন্তা শুরু! কারণ ড্রাই ওয়েদারে শুরু হয় স্কিনের ড্রাইনেস, ঠোঁট ফাটা আর ক্র্যাকড হিলস এর প্রবলেম। শুধু উইন্টার নয়, স্কিন টাইপ যাদের ড্রাই, সুইটেবল ময়েশ্চারাইজার বা লোশন খোঁজার পালা তাদের চলে সারাটা বছরই! কিন্তু কোন ব্র্যান্ড ভালো হবে, বাজেট ও কনসার্ন অনুযায়ী ময়েশ্চারাইজার পাওয়া যাবে কিনা এসব নিয়ে শুরু হয় কসমেটিক্স স্টোরে ঘোরাঘুরি! সময় বাঁচাতে দেখে নিন ২০২২ সালের বেস্ট ময়েশ্চারাইজার গুলো-
অর্গানিক রোজ অয়েল
আপনার স্কিন যদি ড্রাই বা কম্বিনেশন টাইপ হয়, আর আপনি এজন্য পারফেক্ট ময়েশ্চারাইজার খোঁজ করেন, সেক্ষেত্রে চোখ বন্ধ করে নিয়ে নিন অর্গানিক রোজ অয়েল। পিওর রোজ এক্সট্র্যাক্টে তৈরী ভিটামিন-ই ও এন্টি-এক্সিডেন্টে সমৃদ্ধ এই ন্যাচারাল ময়েশ্চারাইজার আপনার স্কিনকে দেবে ডিপ ময়েশ্চারাইজেশন ৪৮ ঘন্টা পর্যন্ত।
অর্গানিক জোজোবা অয়েল
সঠিক যত্নের অভাবে স্কিন অনেক সময়েই ডাল হয়ে আসে। স্পেশালি যখন রেগুলার ময়েশ্চারাইজার ইউজ না করা হয়, তখন প্রায়ই এই সমস্যাটা দেখা যায়। এজন্য নিউট্রিপিওরে রয়েছে অর্গানিক জোজোবা অয়েল। ফ্যাটি এসিড, ভিটামিনস ও মিনারেলসের নির্যাসের জোজোবা অয়েল স্কিন টেক্সচার ইমপ্রুভ করবে, স্কিনের ময়েশ্চার ধরে রাখবে। সেই সাথে দেবে এন্টি-এইজিং ইফেক্ট।
অর্গানিক টি ট্রি অয়েল
একনি-প্রণ স্কিনে কি ধরণের ময়েশ্চারাইজার ইউজ করবেন তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। এই চিন্তা দূর করতে নিউট্রিপিওরে রয়েছে অর্গানিক টি-ট্রি অয়েল। এন্টি-ব্যাক্টেরিয়াল ও এন্টি-ইনফ্লেমেটরি প্রোপারটিজ সমৃদ্ধ এই মিরাকল ময়েশ্চাইজার একনি ব্রেকআউট স্টপ করবে একই সাথে একনি ব্যাক্টেরিয়া দূর করে পুনরায় একনি ফিরে আসাও রোধ করবে।
Best Sunscreen of 2022
সানস্ক্রিন এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটি ছাড়া একদিনও কল্পনা করা যায় না! কিন্তু আমরা অনেকেই আলসেমি অথবা অবহেলার কারণে, সানস্ক্রিন ঠিকভাবে ব্যবহার করি না। আবার অনেকেই সানস্ক্রিন ব্যবহার করলেও তা সঠিকভাবে ব্যবহার করি না। এতে সানস্পট, পিগমেন্টেশন, প্রিম্যাচিউর এজিং এমন কি স্কিন ক্যান্সারের মত রোগের ঝুঁকি বেড়ে যায়। লং লাস্টিং সান প্রটেকশনে ইউজ করুন নিউট্রিপিওর কোলাজেন হোয়াইটেনিং সানস্ক্রীন। SPF 50 মানের এই সানস্ক্রীন শুধু UV রশ্মি থেকে ফুল প্রটেকশনই দেবে না, সেই সাথে দেবে ইনস্ট্যান্ট মেক আপ লুক।