ফেসপ্যাক ব্যবহারের আগে করণীয় কাজ

ফেসপ্যাক ব্যবহারের আগে করণীয় কাজ

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণ ও ত্বকেরকালাে দাগ দূর করতে নানা কারণে ফেসপ্যাকব্যবহার করে থাকি। অনেক সময় আমরা ফেসপ্যাক ময়লা ত্বকের উপর ব্যবহার করে থাকি, এতে করে ভাল ফল পাওয়া সম্ভব হয় না; বরং দেখা যায় ত্বকে ব্রণ বা কালাে কালে ভাব চলে এসেছে। তাই ফেসপ্যাক ব্যবহারের আগে কিছু কাজ করে নিন এতে ফেসপ্যাকঅনেক কার্যকরী হবে।

ফেসপ্যাক লাগানাের আগে করণীয় কাজ :

১. বেশিরভাগ সময় আমরা ফেসপ্যাক গােসলেরআগে ব্যবহার করে থাকি। এতে ফেসপ্যাকেরকার্যকারিতা কমে যায় কারন গোসলের সাথে প্যাক পানিতে ধুয়ে যায় । ফেসপ্যাক গােসলের পর লাগালে ভাল ফল পাওয়া সম্ভব।

২. প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখটি ধুয়েফেলুন। এতে করে ত্বকের ছিদ্রগুলাে খুলেযাবে আর ফেসপ্যাকটি ত্বকের ভিতরে প্রবেশকরতে পারবে।

৩. ফেসপ্যাক মুখে খুব বেশি শুকাতে দিবেননা; এই কাজটি কম বেশি সবাই করে থাকেন। খুব বেশি শুকিয়ে গেলে ফেসপ্যাক আপনার ত্বককে রুক্ষ করে তুলবে। এর জন্য বলিরেখাও দেখা দিতে পারে। ফেসপ্যাক খুব বেশি শুকানাের আগে ধুয়ে ফেলুন।

৪. টোনার ব্যবহার করুন : ফেসপ্যাক ধুয়েফেলার পর টোনার ব্যবহার করুন। টোনারহিসেবে গােলাপ জল ব্যবহার করতে পারেন।এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ করবে।

৫. চেষ্টা করবেন সাথে সাথে ফেসপ্যাক তৈরিকরে নিতে। বাসি ফেসপ্যাক ব্যবহার করবেন না।এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

৬. হাত দিয়ে ফেসপ্যাক লাগানাের ক্ষেত্রে হাতভালাে করে পরিস্কার করে নিবেন।

৭. ফেসপ্যাক ভাল হয় রাতে ঘুমাতে যাওয়ারআগে ব্যবহার করলে। এতে ত্বক সারারাতবিশ্রামে থাকে এবং ফেসপ্যাক বেশি কার্যকর।

কিছু প্রয়োজনীয় টিপস –

ব্রণ এর সমস্যা আসলেই খুব ই বিরক্তিকর। ব্রণ দূর করতে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম গুলােহলো:

১) নিয়মিত ৮-১০ গ্লাস পানি পান করুন।

২) ৬-৮ ঘন্টা ঘুমানাে।

৩) সপ্তাহে ২-৩দিন পিম্পল/এক্নে রেকভারি প্যাক লাগাবেন।

৪) সাপ্তাহিক ১ বার করে আপনার ব্যবহার এর জিনিশ গুলাে যেমন আপনার তােয়ালে, বেডশিট বালিশের কাভার, চিরুনি ভালাে করে ধুয়ে ফেলবেন।

৫) স্ট্রেস থাকলে স্ট্রেস দুর করার চেষ্টা করুন, স্ট্রেস এর চাপ ও চেহারা এ পরে, ব্রণ উঠে।

৬) দিনে অন্তত ২বার করে মুখ ধুবেন,সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করবেন এতে ত্বক ও মাথার ত্বক পরিষ্কার থাকে।

৭) অতিরিক্ত তৈলাক্ত খাবার ভাজাপােড়া এড়িয়ে চলবেন।

৮) তৈলাক্ত ত্বক হলে দুধ জাতীয় খাবার খাওয়াকমাবেন, ফাস্টফুড খাওয়া কমাবেন।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply