বছর শেষে টুরে যাচ্ছেন? ত্বকের যত্নে যে বিষয় গুলো খেয়াল রাখবেন।

ত্বকের যত্নে যে বিষয় গুলো খেয়াল রাখবেন।

বছর শেষে টুরে যাচ্ছেন? ত্বকের যত্নে যে বিষয় গুলো খেয়াল রাখবেন…

বছর শেষে চারিদিকে উৎসবের আমেজ। শীতের ছুটিতে বেশিরভাগ মানুষ বেড়াতে যাওয়ার প্ল্যান করেন। শীতের ছুটিতে বেড়াতে যাওয়া মানে ব্যাগ বোঝাই করে গরম পোশাক নেওয়া। তবে টুরে যাওয়ার সময় এত বেশি প্রয়োজন হয় না। কিন্তু টুরে গেলে ছবি তোলা মাস্ট। আর সোশ্যাল মিডিয়ার  জন্য ছবি তুলতে গেলে একটু আপনাকে পারফেক্ট  হতে হবে। অর্থাৎ আপনার লুক। সেলফির মধ্যে যদি আপনার স্কিনের ডালনেসস ধরা পড়ে তাহলে কোনওভাবেই আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাই টুরে গিয়ে ত্বকের যত্নে নিচের টিপস গুলো ফলো করুন-

১. ময়েশ্চারাইজার ভুলবেন না

শীতে যেহেতু টুরে  যাবেন সুতরাং ময়েশ্চারাইজার সঙ্গে নিতেই হবে। আর শীতের সময় আমাদের স্কিন হয়ে যায় শুস্ক । শুষ্ক ত্বকের ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ময়েশ্চারাইজারের বিকল্প নেই। তাই স্কিনের ময়েশ্চারাইজরের জন্য নিউট্রিপিওর বাংলাদেশের রোজ ওয়েল অনেক বেশি কার্যকর। এটি আপনার  স্কিনকে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করবে। ত্বকের ভিতরের স্তর থেকে স্কিনকে ব্রাইট করবে। পাশাপাশি হাইপার-পিগমেন্টেশন বা মেছতা ও স্পট রিমুভ করতে সাহায্য করবে।

২. সানস্ক্রিন ছাড়া বেরোবেন না

পাহাড়ে যান বা সমুদ্রে, অবশ্যই সঙ্গে সানস্ক্রিন রাখবেন। সানস্ক্রিন না মাখলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ঠান্ডা আবহাওয়ায় সূর্যের তেজ কম থাকলেও সূর্যের ক্ষতিকারক ত্বকের উপর প্রভাব ফেলে। তাই সানস্ক্রিন সঙ্গে নেবেন। নিউট্রিপিওরের Sunscreen আপনাকে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রাখবে সুরক্ষিত। এটি আপনার  সানট্যান ও সানস্পট দূর করবে ও  ইন্সট্যান্ট মেক আপ লুক দেবে। এছাড়াও এর ভেতরে থাকা  SPF50 দেয় UV-রে থেকে সর্বোচ্চ সুরক্ষা।

৩. হ্যান্ডব্যাগে যা কিছু রাখবেন

টুরে গেলে হ্যান্ডব্যাগে এমন জিনিস রাখুন যা ত্বকের খেয়াল রাখবে। ওয়েট টিস্যু রাখুন। ভ্রমণের মাঝে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিতে পারেন। এতে ত্বক তাৎক্ষণিক সতেজতা পাবেন। স্কিনের ড্রাইনেস দূর হবে।

৪. শিট মাস্ক সঙ্গে রাখুন

টুরে গেলে ত্বকের ঠিক মত স্কিনের যত্ন নেওয়া হয় না। সেক্ষেত্রে আপনি শিটমাস্ক বহন করুন। ট্রিপের মাঝে কোনও একদিন রাতে শিটমাস্ক লাগিয়ে নিন। নিউট্রিপিওরের ময়েশ্চারাইজিং শী-মাস্ক ব্যবহার করুন। শিটমাস্কের মধ্যে থাকা ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এতে ত্বক নরম ও উজ্জ্বল দেখায়।

৫. হোটেল এর স্কিন প্রডাক্ট এড়িয়ে চলুন

অনেকে  তাদের রেগুলার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলি বাড়িতে রেখে আশে এবং হোটেল বা রিসর্টে তাদের যা দেওয়া হবে তা ব্যবহার করে। তবে হোটেলের  স্টক করা  লোশন এবং সাবান এড়িয়ে যাওয়া ভাল। এই গুলিতে প্রায়শই সুগন্ধি এবং প্রিজারভেটিভ থাকে যা আপনার শুষ্ক ত্বকের সমস্যাগুলিকে আরও জটিল করতে পারে।

৬. যে সব মেকআপ পণ্য সঙ্গে নেবেন

আইলাইনার ও লিপস্টিক নিতে ভুলবেন না যেন। এতেই পরিপূর্ণ দেখাবে আপনার চোখ। লিপ বাম আর লিপস্টিক ছাড়া নিশ্চয়ই বেড়াতে যাবেন না। এছাড়াও আপনার নিজের বাবহারের  শ্যাম্পু এবং কন্ডিশনারের ছোট বোতলে করে নিয়া আসবেন। এছাড়াও আপনি একটি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন যখন আপনি ভ্রমণের পরে আপনার হোটেলে পৌঁছান । নিউট্রিপিওরের ড্যান্ড্রাফ মাস্ক ব্যবহার করুন । এটি ভ্রমনের ফলে সৃষ্ট ডান্দ্রাফ দূর করতে সাহায্য করবে। ডান্দ্রাফের কারণে দুর্বল হয়ে যাওয়া হেয়ার ফলিকল গুলো পুনরুজ্জীবিত করবে।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply