কালচেভাব কাটিয়ে ঠোঁট সফটনেস আর পিংকিশ টোন!

কালচেভাব কাটিয়ে ঠোঁট সফটনেস

কালচেভাব কাটিয়ে ঠোঁট সফটনেস আর পিংকিশ টোন!

চাইছেন পাতলা, গোলাপ পাপড়ির মতো ঠোঁট, অথচ তা দিনে দিনে গোলাপির বদলে কালো হয়ে যাচ্ছে? এমন হলে মন খারাপ হয়ে যাওয়া কিন্তু খুবই স্বাভাবিক! আসলে ঠোঁটের রং নানা কারণের উপর নির্ভর করে। একদিকে ঠোঁটের কালচেভাব যেমন জেনেটিক হতে পারে, তেমনি খাওয়াদাওয়ার অভ্যেস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। কাজেই বুঝতেই পারছেন, সত্যি সত্যি স্বাভাবিক গোলাপি ঠোঁট পেতে একটু কাঠখড় পোড়াতেই হবে আপনাকে! তবে নিয়মিত যত্ন যদি নেন, যদি ভরসা রাখেন ন্যাচারাল উপাদানে, তা হলে ঠোঁটের কালো ছোপ মুছে স্বাভাবিক নরম, পেলব, গোলাপি হয়ে উঠতে পারে আপনার ঠোঁট। রইল তার কিছু সহজ ঘরোয়া হদিশ।

লেবুর রস

প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। ডেড স্কিন সেলস উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

নারকেল তেল

যে কোনও সমস্যার সমাধানেই নারকেল তেল হাজির! আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু’ একবার করলেই কার্যসিদ্ধি হবে!

অলিভ অয়েল

ত্বক হোক বা চুল, যত্ন নিতে জুড়ি নেই অলিভ অয়েলের। ফলে ঠোঁটের বেলাতেই বা অলিভ অয়েল পিছিয়ে থাকবে কেন! তাই দিয়েই বিদায় করুন ঠোঁটের কালো ছোপ! আধ চা চামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।

গোলাপজল

ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চাচামচ মধুতে দু’ ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বার তিনেক লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।

বেদানা

টুকটুকে বেদানার রং পেতে চান ঠোঁটে? একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানিতে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস

শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু’ তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে বেশ উপকার পাবেন।

বোনাস টিপস

সব থেকে সহজ উপায়ে ঠোঁটের কালচেভাব দূর করতে নিন নিউট্রিপিওর অর্গানিক রোজ মিস্ট টোনার। সামান্য রোজ ওয়াটার, সাথে কিছুটা লেবুর রস ও ব্রাউন সুগার মিক্স করে ঠোঁটে স্ক্রাব করে নিয়ে ধুয়ে ফেলুন। একদিন পর পর ইউজ করে দেখুন ম্যাজিক্যাল রেজাল্ট! আর হ্যা, এটা এপ্লাই করার পর নিউট্রিপিওর অর্গানিক রোজ ফেসিয়াল অয়েল দিয়ে ময়েশ্চারাইজ করে নিতে ভুলবেন না কিন্তু…

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply