হেয়ার ও স্ক্যাল্প টাইপ অনুযায়ী কোন হেয়ার মাস্ক-টি পারফেক্ট?
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
আপনার হেয়ার ও স্ক্যাল্প টাইপ অনুযায়ী কোন হেয়ার মাস্ক-টি পারফেক্ট?
হেয়ার ও স্ক্যাল্প টাইপ অনুযায়ী পারফেক্ট একটি হেয়ার মাস্ক চুলের টেক্সচার কোমল এবং ঝলমলে করে তুলতে সাহায্য করে ড্যামেজ হয়ে যাওয়া চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করে প্রতিদিনের ধুলো, ধোঁয়া এবং দূষণ থেকে চুলকে রক্ষা করে। একই সাথে স্ক্যাল্পের যেকোনো সমস্যা, যেমন ফাঙ্গাল ইনফেকশন অথবা খুশকি ইত্যাদি দূর করতে সাহায্য করে। তবে সব ধরনের চুলের জন্য এবং সব ধরনের স্ক্যাল্পের সমস্যার জন্য কিন্তু আলাদা আলাদা হেয়ার মাস্ক রয়েছে! আলাদা-আলাদা রোগের যেমন আলাদা-আলাদা ওষুধ, তেমনই চুলের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজন আলাদা হেয়ার মাস্ক। কিন্তু কোন হেয়ার মাস্ক আপনার চুলের জন্য সঠিক, সেটা কীভাবে বুঝবেন? দেখে নিন…
১. অতিরিক্ত হেয়ার ফলের জন্য- আপনার যদি স্বাভাবিকের থেকে বেশি চুল পড়তে থাকে সেক্ষেত্রে আপনার বেস্ট চয়েস হবে নিউট্রিপিওর এন্টি হেয়ার ফল মাস্ক! অর্গানিক আমলা, রিঠা, ভৃঙ্গরাজ ও নারিকেলের নির্যাসে ইফেক্টিভ এই হেয়ার মাস্ক চুলে কোলাজেন প্রডিউস করে ও হেয়ার ফল কমিয়ে আনে খুব দ্রুত। বিশেষ করে আপনার চুল যদি ক্যামিকেলি ট্রিটেড হয় বা হেয়ার কালার করা থাকে সেক্ষেত্রে এই হেয়ার মাস্ক ইউজে আপনি পেয়ে যেতে পারেন অবাক করা রেজাল্ট!
২. চুল লম্বা হচ্ছে না?- যারা স্লো হেয়ার গ্রোথের এই প্রবলেমটি ফেইস করছেন তাদের জন্য রয়েছে নিউট্রিপিওর অর্গানিক হেয়ার গ্রোথ মাস্ক। জবা, শিকাকাই, জিনসেং ও নারিকেলের ম্যাজিক্যাল এক্সট্র্যাক্ট চুলে ক্যারাটিন বুস্ট করে ও চুলকে করে থিক এন্ড লং। রেগুলারলি ইউজে অল্প কিছুদিনের মাঝেই দেখতে পাবেন ভিজিবল চেঞ্জ! আপনারো যদি ঘন-লম্বা চুল পাবার ইচ্ছে থাকে, চোখ বন্ধ করে নিয়ে নিন পিওর ও অর্গানিক এই হেয়ার মাস্ক!
৩. হেয়ার ও স্ক্যাল্প ড্রাই সাথে খুশকি?- ড্র্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশনের যন্ত্রণা থেকে নিমেষেই মুক্তি পেতে নিন নিউট্রিপিওর অর্গানিক ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট মাস্ক। নিম, মাচা গ্রিন টি ও রিঠার গুনে স্ক্যাল্পের ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন দূর হবে মাত্র ২ সপ্তাহে! সেই সাথে ড্রাই হেয়ার ও ড্রাই স্ক্যাল্পের প্রবলেমের সল্যুশনটাও পেয়ে যাবেন খুব সহজেই!
Shop at Nutripure Bangladesh
হেয়ার মাস্ক লাগানোর আগে যে বিষয়গুলো জানা দরকার –
১. যদি আপনি অয়েল-বেসড হেয়ার মাস্ক ব্যবহার করেন, তা হলে অবশ্যই শুকনো চুলে লাগাবেন, আর যদি ওয়াটার-বেসড হেয়ার মাস্ক ব্যবহার করেন, তা হলে ভিজে চুলে।
২. হেয়ার মাস্ক আপনার চুলে কন্ডিশনারের কাজও করে, অর্থাৎ চুল কোমল ও সাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কাজেই, হেয়ার মাস্ক লাগানোর পর আলাদা করে কন্ডিশনার নাও লাগাতে পারেন।
৩. অনেকেই ওভারনাইট হেয়ার মাস্ক লাগান। সেক্ষেত্রে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা তো নেই, তবে কোন হেয়ার মাস্ক ব্যবহার করছেন এবং কীসের জন্য ব্যবহার করছেন, সেটা দেখার বিষয়। যদি আপনি লেবু বা অ্যাপেল সাইডার ভিনিগারযুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করেন তা হলে কিন্তু ভুলেও নির্ধারিত সময়ের বেশি রাখবেন না।
৪. প্রতিদিন হেয়ার মাস্ক লাগাবেন না। সপ্তাহে বা দুই সপ্তাহে এক দিনই যথেষ্ট। এবার জানলেন তো আপনার স্পেসিফিক হেয়ার ও স্ক্যাল্প টাইপের জন্য কোন হেয়ার মাস্কটা বেস্ট? সিল্কি, মজবুত ও ঘন-কালো চুল পেতে আজই নিয়ে নিন আপনার প্রয়োজনীয় অর্গানিক হেয়ার মাস্কটি।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…