শীতের শুষ্কতায় বিভিন্ন স্কিন প্রবলেম ও সমাধান DIY Winter skin care

Winter skin care
শীতের শুষ্কতায় বিভিন্ন স্কিন প্রবলেম ও তার যথাযত সমাধান

শীত তো চলেই এলো। এই শহরে গাড়ি আর মানুষের ভিড়ে শীতের আভাস অতটা পাওয়া না গেলেও শহরের সীমানা পার হলেই টের পাওয়া যাচ্ছে শীতের আগমন। তবে হাঁড় কাঁপানো ঠান্ডা দিয়ে শীত টের পাওয়া না গেলেও শুষ্ক হয়ে আসা ঠোঁট ও হাত-পা কিন্তু জানিয়ে দিচ্ছে যে সময় চলে এসেছে একটু বাড়তি যত্ন নেয়ার। এই সময়টা হাত পা ও ফেইসের যত্নে একটু বেশি খেয়াল রাখতে হয়। নিয়মিত স্কিন কেয়ার না করলে দেখা দিতে পারে বিভিন্ন ধরণের স্কিন প্রবলেম যা পরবর্তীতে রূপ নিতে পারে বড় কোনো সমস্যায়। এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত এই সময়টাতে নিজের স্কিনের প্রতি একটু বেশি খেয়াল রাখা।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতে স্কিনের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও এসব থেকে রক্ষা পাবার কার্যকরী উপায়।

শীতে বিভিন্ন স্কিন প্রবলেম / Winter skin care

Different skin problems in winterস্কিন শুষ্ক হয়ে যাওয়া

অনেক সময় লক্ষ্য করবেন শীতকালে আমাদের স্কিন ও হাত পা একটু বেশি চুলকায়। চুলকালে সাদা দাগ দেখা দেয়। এর মূল কারণ হলো ড্রাই হয়ে যাওয়া। বিশেষ করে শরীরের যেসব স্থানের স্কিন তুলনামূলক পাতলা সেসব জায়গায় এই ভাবটা বেশি হয়। যত্ন না নিলে অনেক সময় স্কিন ফেটেও যায়। 

ঠোঁট ফেটে যাওয়া

ঠোঁট ফাটা শীতের সব থেকে কমন একটা সমস্যা। এটা ছেলে মেয়ে কম বেশি সবারই দেখা যায়। ঠোঁট ফেটে অনেক সময় রক্ত পর্যন্ত বের হয়। সমস্যটা জটিল হয়ে যায় ঠিক তখনিই। আমাদের শরীরের অন্য জায়গার স্কিনের তুলনায় ঠোঁটের স্কিন একটু বেশি পাতলা। এ কারণে শীতের শুষ্কতায় সব থেকে বেশি এফেক্টেড হয় ঠোঁটই।

পায়ের গোড়ালি ফেটে যাওয়া

পায়ের গোড়ালি ফেটে যাবার সমস্যাটাও শীতে অন্যতম কমন একটি সমস্যা। যারা ঘরের কাজ বেশি করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। সময় মত ট্রিটমেন্ট না নিলে এই সমস্যাটাও ভয়াবহ হিসেবে দেখা দিতে পারে। 

উইন্টার র‍্যাশ

শীতের কারণে অনেক সময় স্কিনে লাল লাল র‍্যাশ ও ইরিটেশন দেখা দেয়। এগুলো থেকে চুলকানো ভাব ও ক্ষেত্রবিশেষে জ্বালাপোড়াও দেখা যায়। উইন্টার র‍্যাশ হবার ও মূল কারণ শীতের শুষ্কতা। ময়েশ্চারাইজার ব্যাবহার করা এজন্য খুবই গুরুত্বপূর্ণ।

একজিমা ও অন্যান্য

শীতের ড্রাই পরিবেশে ধুলাবালি ও জীবাণু অন্য সময়ের থেকে বেশি স্কিনের সংস্পর্শে আসে। এ থেকে হয় একজিমা, চুলকানি সহ অন্যান্য নানা রকম স্কিন ডিজিজ। এসব স্কিন প্রবলেম যেমন বিরক্তিকর, একই সাথে দ্রুত পদক্ষেপ নিয়ে এসবের ট্রিটমেন্ট না করা হলে রূপ নিতে পারে আরো বড় কোনো সমস্যায়।

শীতকালে হেলদি স্কিন পেতে করনীয় DIY Winter skin care

What to do to get healthy skin in winterনিয়মিত ময়েশ্চারাইজার ব্যাবহার করা

স্কিন ও হাত পা ফেটে যাওয়া রোধ করতে নিয়মিত ভালোমানের ময়েশ্চারাইজার ব্যাবহার করতে হবে। এতে করে শুষ্ক পরিবেশ আপনার স্কিন থেকে ময়েশ্চার টেনে নিলেও বাড়তি ময়েশ্চারাইজার আপনার স্কিনকে রাখবে সফট, কোমল ও সতেজ। তবে ময়েশ্চারাইজার কেনার সময় অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী নেয়া উচিত। 

রুম হিউমিডিফায়ার ব্যাবহার করা

শুষ্ক আবহাওয়া থেকে বাঁচতে রুম হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এতে করে অন্তত আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত হাইড্রেশন বজায় থাকবে যা আপনার স্কিনকে শীতের শুষ্ক আবহাওয়া থেকে রক্ষা করবে। আপনার অফিস ও বেডরুমেও হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। 

শাওয়ার টাইম ও টেম্পারেচার কম রাখা

শীতের সময় অধিক সময় ধরে শাওয়ার নেয়া উচিত নয়। অনেকেই শীতকালে গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে থাকেন। হালকা গরম পানি ব্যাবহার করতে হবে এক্ষেত্রে। অতিরিক্ত গরম পানি আপনার স্কিনের জন্য বরং বেশি ক্ষতিকর। একই সাথে রেস্টরুম ব্যবহারের পরে হ্যান্ড-ড্রায়ারে হাত একেবারে না শুকিয়ে হালকা ভেজা অবস্থায় রাখলে ভালো হয়। খেয়াল রাখবেন স্কিন কিছুতেই বেশি ড্রাই হতে দেয়া যাবে না।

কম ক্ষারযুক্ত ফেইসওয়াশ ও সাবান ইউজ করা

ড্রাই স্কিনে ইরিটেশনের কারণে অনেকে সাবান ব্যাবহার করে। কিন্তু অধিক ক্ষারযুক্ত সাবানে স্কিনের আরো বেশি সমস্যা হতে পারে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ও ফেইস ওয়াশ আপনার স্কিনকে আরো ড্রাই করে দিবে যা স্কিন প্রবলেমকে আরো বেশি বাড়িয়ে তুলবে। এই কারণে ময়েশ্চারাইজিং বডি ওয়াশ, ফেইস ওয়াশ ও হ্যান্ড ওয়াশ ব্যাবহার করা সব থেকে ভালো। 

স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার প্রডাক্ট ইউজ করা

সেনসিটিভ বা কম্বিনেশন স্কিন টাইপ হলে শীতকালে বিউটি প্রডাক্টস কেনার সময় কেয়ারফুল হওয়া উচিত। সব সময়ে নন-কমডোজেনিক বা যে প্রডাক্ট আপনার স্কিনের পোরসকে ক্লগ করবে না এমন প্রডাক্ট ব্যাবহার করা প্রয়োজন। একই ভাবে ময়েশ্চারাইজার ও ক্লিনজার কেনার ক্ষেত্রেও স্কিন টাইপ অনুযায়ী উপযোগী কিনা তা জেনে তারপর নেয়া উচিত।

5/5

কম্ফোর্টেবল ও পরিস্কার কাপড় পরা

ড্রাই স্কিন খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়। এ কারণে কমফোর্টেবল ও ভালো ফেব্রিকের কাপড় ব্যবহার করা উচিত। অতিরিক্ত টাইট ও শক্ত ফেব্রিকের কাপড় ব্যবহারে ঘর্ষণের কারণে  স্কিন ইরিটেশন আরো বেশি হয়। সফট, ব্রিদেবল আরামদায়ক ইনার ও এর উপরে শীতের ভারী কাপড় পরিধান করা উচিত। এতে পারফেক্ট স্টাইলিং আর স্কিন কেয়ারেও নজর রাখা হয়ে যাবে একই সাথে।

হাইড্রেটেড থাকা পুষ্টিকর খাবার খাওয়া

শীতে ঘাম কম হয় বলে পিপাসা হয়ত অতটা লাগে না, কিন্তু গরমকালের তুলনায় পানি পান করার প্রয়োজনীয়তা শীতকালে মোটেও কিন্তু কম নয়। স্কিনের বাইরে থেকে ময়েশ্চারাইজেশনের জন্য যেমন ময়েশ্চারাইজার প্রয়োজন, তেমনি ভেতর থেকে হাইড্রেশনের জন্য প্রয়োজন বেশি করে পানি পান করা। এছাড়া খাবারের ক্ষেত্রে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড যুক্ত খাবার বেশি পরিমানে খাওয়া উচিত। গবেষণায় দেখা গেছে এগুলো ড্রাই স্কিন প্রবলেম দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

শীতে পারফেক্ট স্কিন কেয়ারের জন্য Nutripure Organic Rose Oil & Tea Tree Oil

আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন আপনার স্কিন টাইপের জন্য পারফেক্ট ভালোমানের ময়েশ্চারাইজার কোথায় থেকে পাওয়া যাবে! বাজারের সব ময়েশ্চারাইজার ও কোল্ড ক্রিমেই কম বেশি ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করা হয়। তবে চিন্তা নেই। যারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান, তাদের জন্য আমাদের রয়েছে অসাধারন কার্যকরী রোজ অয়েলটি ট্রি অয়েল

Nutripure Organic Tea Tree Oil

Nutripure Organic Tea Tree Oilযাদের সেনসিটিভ স্কিন ও যাদের স্কিনে একনি বা পিম্পল আছে, তাদের জন্য এই টি ট্রি অয়েল একটি অসাধারণ ময়েশ্চারাইজার। এটা যেমন আপনার স্কিনকে ফুল ডে ময়েশ্চারাইজেশন দিবে, একই সাথে আপনার একনি প্রন স্কিনের ট্রিটমেন্টে চমৎকার কাজ করবে। চলুন জেনে নেই টি ট্রি ওয়েলের কার্যকারিতা গুলো- 

  • চিরতরে ব্যাক্টেরিয়া দূর করে একনি ও পিম্পল ফিরে আসা বন্ধ করে
  • স্কিনের প্রয়োজনীয় ময়েশ্চারাইজেশন দেয়
  • ফাঙ্গাল ইনফেকশন দূর করে
  • এলার্জিক রি-একশন দূর করে ও এন্টি-সেপটিক হিসেবে কাজ করে

Nutripure Organic Rose Oil

Nutripure Organic Rose Oilযাদের ড্রাই ও কম্বিনেশন স্কিন তাদের জন্য পারফেক্ট উইন্টার সলিউশন হলো রোজ অয়েল। রোজ অয়েল আপনাকে দিবে সর্বোচ্চ ১৬ ঘন্টা পর্যন্ত কমপ্লিট ময়েশ্চারাইজেশন। একই সাথে শীতের কারণে স্কিন ডার্ক হয়ে আসলে এই রোজ অয়েল ইউজে স্কিন আগের গ্লো ফিরে পাবে। এই রুক্ষ শুষ্ক শীতে রোজ অয়েল হতে পারে সফট ও সতেজ স্কিন পেতে আপনার নিয়মিত সঙ্গী। এবার জেনে নিন রোজ অয়েলের কার্যকারিতা গুলো-

  • স্কিনকে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে
  • ত্বকের ভিতরের স্তর থেকে স্কিনকে ব্রাইট করে
  • হাইপার-পিগমেন্টেশন বা মেছতা ও স্পট রিমুভ করে
  • রিঙ্গেকলস বা বয়সের ছাপ দূর করে
  • স্কিন ড্যামেজ দূর করে।
  • সানট্যান বা রোদে পোড়া ভাব দূর করে

তাহলে বুঝতেই পারছেন শীতে ত্বকের যত্ন নেয়াটা কতটা জরুরি। কিছুটা বাড়তি সতর্কতা ও যত্ন নিয়ে আপনি শীতকালেও আপনার স্কিনকে রাখতে পারেন সফট, গ্লোয়িং ও হেলদি। তাই আর দেরি নয়, শীত যেহেতু চলেই এসেছে, আজকে থেকেই শুরু করুন  আপনার স্কিনের এক্সট্রা কেয়ার। আর এই শীতে কোনো ক্যামিকেল প্রডাক্ট ব্যবহার না করে আমাদের সাথেই থাকুন। Nutripure Organic Rose Oil & Tea Tree Oil যেমন ন্যাচারাল ও অর্গানিক ও একই সাথে অধিক কার্যকরী ফর্মুলায় বিশেষ ভাবে তৈরী।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply