স্কিন টাইটেনিং ও গ্লোয়িং স্কিন পেতে বীটরুট পাউডার রেসিপি

বীটরুট পাউডার রেসিপি

খুব সহজে স্কিন থেকে বয়সের ছাপ দূর হয়ে স্কিনের গ্লো বাড়ুক, এমনটা যদি চান, তাহলে রেগুলার স্কিন কেয়ারে বিটরুটকে কাজে লাগাতে ভুলবেন না যেন! আজ এনেছি এন্টি-এইজিং এর জন্য খুবই ইফেক্টিভ একটি বীটরুট পাউডারের হোমমেইড রেসিপি-

যেভাবে প্রিপেয়ার ও এপ্লাই করবেন

একটা বাটিতে ২ টেবিল চামচ বীটরুট পাউডার নিন, এবার এতে পরিমাণমত পানি এড করে পেস্ট বানিয়ে নিন। আপনার স্কিন টাইপ ড্রাই হলে কিছুটা মধু এড করে নিতে পারেন। এবার বিটরুটের ফেইস মাস্কটা একটি এপ্লিকেটর এর সাহায্যে সারা মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর কোনও মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কিভাবে কাজ করে

সপ্তাহে ১-২ বার বীটরুটের এই ফেইস মাস্ক এপ্লাই করলে স্কিনের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করবে, যে কারণে ক্ষতিকর টক্সিক উপাদানেরা সব ধ্বংস হয়ে যাবে। ফলে বয়সের ছাপ তো কমবেই, সেই সঙ্গে ত্বক টানটান হয়ে উঠবে। ফলে শরীরের বয়স বাড়লেও ত্বকের বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা আর থাকবে না।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply