হেয়ার কেয়ারে ফার্স্ট স্টেপটাই কিন্তু শ্যাম্পু করা। তবে এই সিম্পল শ্যাম্পু করার ব্যাপারটিতেও কিন্তু আমরা নানা রকম ভুল করে ফেলি। যার ফল ভোগ করতে হয় আমাদের চুলকেই। তো হেলদি চুল পাবার শ্যাম্পু কীভাবে করবেন তা জানিয়ে দিব আজকের আয়োজনে।
তো জেনে নিলেন কীভাবে শ্যাম্পু করলে চুল সব থেকে ভালো থাকবে। আরেকটা বিষয় হলো আপনার চুল ভেজা অবস্থায় সবচেয়ে ভঙ্গুর অবস্থায় থাকে। তাই চুল ভেজানোর ১৫ মিনিটের মধ্যে শ্যাম্পু করে কন্ডিশন করা উচিত যাতে ড্যামেজ এবং স্প্লিট এন্ডস না হয়।
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…