খুব কমন এই ভেজিটেবল আইটেমটি আপনার স্কিনকে করবে ফ্ললেস ও গ্লোয়িং?

ফ্ললেস ও গ্লোয়িং স্কিন

শুধু পুষ্টিকর ভেজিটেবল হিসেবেই নয়, বিটরুট এর ফেইসপ্যাক ইউজে স্কিনে আসবে ম্যাজিক্যাল গ্লো! ফ্ললেস ব্রাইটার লুকিং স্কিন পেতে বিটরুটের ফেইস প্যাক কিভাবে ইউজ করবেন জানেন কি? যদি না জেনে থাকেন তবে আজকের আর্টিকেলটি আপনারই জন্য!

কেন বীটরুট ইউজ করবেন-

বীটরুটের ফেইসপ্যাক স্কিনে গোলাপী আভা দেয়। ফ্ললেস স্কিন পেতে এবং ডার্ক স্পট ও ওপেন পোরস দূর করতে এই ন্যাচারাল আইটেমটি খুবই ইফেক্টিভ। ঘরে বসে DIY বিটরুট ফেইস প্যাক তৈরি করার ইজিয়েস্ট উপায়গুলি জানিয়ে দিব আজ।

সিম্পল হট ওয়াটার ও বীটরুট ফেইস প্যাক

–  আপনার যা দরকার

  • বিটরুটের রস (৫-৬ চা চামচ)
  • গরম পানি
  • কটন বল
5/5

কীভাবে তৈরি করবেন

  • ফেইসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে টাওয়েল দিয়ে ড্রাই করে নিন।
  • একটি পাত্রে কিছু বিটরুটের রস গ্রেট করুন ও এতে একটি কটন বল ভিজিয়ে নিন
  • এবার ফুল ফেইসে কটন বল ড্যাব করে নিন। কয়েকবার রিপিট করে পুরো ফেইস কাভার করে নিন
  • ১৫-২০ মিনিট ড্রাই হতে দিন। এরপর ধুয়ে ফেলুন ও টাওয়েল দিয়ে ফেইস ড্রাই করে নিন

প্রসেসটি এপ্লাই করে ফেইসে পেয়ে যান ইনস্ট্যান্ট পিংক টোন! লং লাস্টিং বেনিফিটের জন্য উইকলি একবার করে ইউজ করুন এই ফেসপ্যাকটি।

Nutripure Bangladesh

Leave a Reply