যেকোনো হেয়ারস্টাইলিস্টকে জিজ্ঞাসা করুন, গ্যারান্টি দিচ্ছি যে তারা আপনাকে সিল্কের বালিশে ঘুমাতে বলবে! সিল্কের পিলো-কাভার শুধু রিবন্ডিং বা চুলের স্টাইল লং-লাস্টিং করবে তাই না, এটি চুলের ফ্রিজিনেস কমিয়ে আনবে ও চুলের ময়েশ্চার হারানো রোধ করবে।
প্রফেশনাল হেয়ার স্টাইলিস্টদের মতে, “সিল্কের পিলো-কভারে ঘুমালে আপনার হেয়ার স্টাইল দীর্ঘস্থায়ী হয়, কারণ এটি কটন পিলো-কভারের মত চুলের ঘর্ষণজনিত ক্ষতি করে না। এছাড়া কটন পিলো-কভার আপনার চুল এবং ত্বক উভয় থেকেই ময়েশ্চার শোষণ করে। এজন্য শুধু হেয়ার নয়, স্কিনে প্রপার ময়েশ্চারাইজেশন ধরে রাখতে ও চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সিল্কের পিলো কভার একটা বেস্ট অলটারনেটিভ!
শুধু তাই নয়, হেয়ার টাই বা হেয়ার ব্যান্ড ইউজের সময়েও সিল্কের হেয়ার ব্যান্ড ইউজ করা বেটার। কারন এগুলো চুলের উপরে কম প্রেশার ফেলে ও চুলকে ড্যামেজ করে ফেলে না!