মুলতানী মাটি দিয়ে ৩ টি স্পেশাল ফেইস প্যাক!

স্পেশাল ফেইস প্যাক!

স্কিন কেয়ারে যারা সচেতন, মুলতানী মাটির নাম শোনেননি এমনটা হবার কথাই না! মুলতানি মাটি বা ফুলারস আর্থ হল একটি প্রাকৃতিক মাটির গুঁড়ো মাস্ক যা আপনাকে নরম, মসৃণ এবং কোমল ত্বক পেতে সাহায্য করে। এটি শুধুমাত্র স্কিনকে ডিপ ক্লিনজিং এবং পুষ্টি যোগাতে সাহায্য করে না বরং ডার্ক স্পট এবং পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে। মুলতানী মাটি রেগুলার ইউজে স্কিন সফট, সাপল ও ব্রাইট হয়। এটি স্পট রিমুভ করে ও একই সাথে স্কিনকে করে ইভেনটোন!

স্কিন কেয়ার ও বিউটিফিকেশনে মুলতানি মাটির ফেস প্যাক কিভাবে প্রিপেয়ার ও ইউজ করবেন সে সম্পর্কে জানতে পড়ুন আজকের বিউটি হ্যাকস-

তৈলাক্ত ত্বকের জন্য-মুলতানি মাটি এবং রোজ ওয়াটার ফেস প্যাক

অয়েল কন্ট্রোল ও স্কিন ব্রাইটেনিং এর জন্য এই ফেইসপ্যাকটি বেশ ইফেক্টিভ। হোমমেইড এই ফেইস মাস্ক স্কিনের pH ব্যালেন্স করে, সুদিং ইফেক্ট দেয় ও অয়েলিভাব দূর করে। এটি ডেড স্কিন সেলস দূর করে ও স্কিনকে ইভেনটোন করে

আপনার যা যা প্রয়োজন-

  • ১ ছোট কাপ মুলতানি মাটি
  • ২ টেবিল চামচ গোলাপ জল

যেভাবে তৈরী করবেন-

  • মুলতানি মাটি এবং রোজ ওয়াটার মিক্স করে পেস্ট তৈরী করুন
  • ফুল ফেইসে এপ্লাই করে ১৫ মিনিটের জন্য রেখে দিন
  • সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ ও তেলমুক্ত
  • সেরা ফলাফলের জন্য সপ্তাহে অন্তত তিনবার এই প্রসেসটি ফলো করুন
5/5

সেনসিটিভ স্কিনের জন্য-বাদাম, দুধ ও মুলতানি মাটির ফেসপ্যাক

ভিটামিন-ই ও এন্টি-ইনফ্লেমেটরি ক্ষমতাসমৃদ্ধ এই ফেইস মাস্ক আপনার স্কিনকে স্মুথ ও সফট করে তোলে। বিশেষ করে যাদের ড্রাই ও সেনসিটিভ স্কিন তাদের জন্য এই ফেইস প্যাকটি খুবই ইফেক্টিভ!

আপনার যা যা প্রয়োজন-

  • ১ টেবিল চামচ গুঁড়ো এবং বাদাম কুচি
  • ১টেবিল চামচ কাঁচা দুধ
  • ১ ছোট কাপ মুলতানি মাটি

যেভাবে তৈরী করবেন-

  • মুলতানি মাটি, বাদামের পেস্ট এবং দুধ দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন 
  • ফেইসে এপ্লাই করে ১৫ মিনিট রাখুন। প্যাকটি শুকিয়ে যাওয়ার পর স্পঞ্জের সাহায্যে স্ক্রাব করুন
  • মসৃণ ও কোমল ত্বকের জন্য সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করুন।

গ্লোয়িং স্কিনের জন্য-মধু ও মুলতানি মাটির ফেসপ্যাক

আপনি কি নিস্তেজ এবং প্রাণহীন ত্বকে ক্লান্ত? ন্যাচারালি হারানো গ্লো ফিরিয়ে আনতে এই প্যাকটি ইউজ করুন।

আপনার যা যা প্রয়োজন-

  • ৩ টেবিল চামচ মুলতানি মাটি
  • ১ চা চামচ টমেটোর রস
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ চা চামচ কাঁচা দুধ

যেভাবে তৈরী করবেন-

  • মুলতানি মাটির গুঁড়া, টমেটোর রস, মধু, লেবুর রস এবং দুধ মিক্স করে নিন
  • ফুল ফেইসে এপ্লাই করুন এবং 10 মিনিটের জন্য রেখে দিন
  • গ্লোয়িং স্কিন পেতে সপ্তাহে অন্তত একবার এটি ব্যবহার করুন

Nutripure Bangladesh

Leave a Reply