কলা ও ডিমের হোমমেইড হেয়ার মাস্ক আপনাকে দিতে পারে শাইনি ও বাউন্সি চুল

Banana and Egg Hair Treatment

কলা ও ডিমের হোমমেইড হেয়ার মাস্ক আপনাকে দিতে পারে শাইনি ও বাউন্সি চুল

ঝলমলে ও ঢেউ খেলানো চুল কে না চায়? চুল মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু স্ট্রেস, ধুলাবালি, ঠিকমত যত্ন না নেয়া সহ বিভিন্ন কারণে চুলের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, খুব সহজে ঘরে বসে কিভাবে শাইনি ও বাউন্সি চুল পাবেন সেই টিপস আজ নিয়ে এসছি আপনাদের জন্য।

আপনার যা প্রয়োজন-

  • একটা পাকা কলা।
  • একটা ডিম।

যেভাবে বানাবেন-

  • একটা কলা খোসা ছাড়িয়ে নিন। এরপর একটা ডিমের কুসুম বাদে শুধু সাদা অংশ নিন। 
  • এবার উপাদান গুলো একটা ব্লেন্ডারে নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। ঘন পেস্টের মত হয়ে আসলে আপনার হেয়ার মাস্ক তৈরী হয়ে গিয়েছে।

যেভাবে এপ্লাই করবেন-

  • চুলগুলোকে কয়েকটি অংশে ভাগ করে নিন। 
  • এবার মাস্কটি ভালোভাবে স্ক্যাল্প সহ পুরো চুলে আলতোভাবে এপ্লাই করুন। কোনো অংশ যেন বাদ না থাকে।
  • ২০-৩০ মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলুন। চাইলে কন্ডিশনার ইউজ করতে পারেন।
  • সপ্তাহে মাত্র একবার এই সহজ স্টেপ গুলো ফলো করে পেয়ে যাবেন মসৃণ ঝলমলে ঢেউ খেলানো চুল। 

ফ্যাকাশে ও ফ্রিজি চুল নিয়ে আর দুশ্চিন্তা নয়। বাজেট ফ্রেন্ডলি এই ঘরোয়া উপায় গুলো হতে পারে আপনার রেগুলার হেয়ার কেয়ার রুটিনের অংশ। 

চুলের শাইন হারিয়ে যাওয়া ও ফ্রিজি হেয়ার নিয়ে কারা কারা চিন্তিত, আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। এছাড়া আমাদের এই ডেইলি সেলফ কেয়ার হোমমেইড টিপস গুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply