একনি বা পিম্পল এক সময় চলে যায়, কিন্তু রেখে যায় ডার্ক স্পট ও পোরস। ত্বক থেকে অতিরিক্ত ওয়েল ও ঘাম বের করে দেয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ এই পোরস যখন পিম্পলের কারণে বড় হয়ে যায়, এতে জমতে থাকে ডেড স্কিন সেলস ও অন্যন্য ময়লা যা এক সময় ডার্ক স্পটে রূপ নেয়। নিখুঁত ও মসৃণ স্কিন পেতে তাই এই পোরস গুলো নিয়মিত ক্লিন করা খুবই জরুরি। অনেকে বিভিন্ন ক্যামিকেল ফেসিয়াল, টোনার ইত্যাদি ব্যবহার করে থাকে পোরস ক্লিন করার জন্য। আপাত দৃষ্টিতে এগুলো পোরস গুলোকে ক্লিন করলেও এই সব ক্যামিকেল প্রডাক্ট দীর্ঘদিন ব্যবহারে ধীরে ধীরে স্কিনে রিঙ্কেলস ও বয়সের ছাপ পড়ে যায়। পোরস নিয়ে আপনাদের দুশ্চিন্তা দূর করতে আজকে নিয়ে এসেছি ন্যাচারালি পোরসকে ক্লিন করার জন্য একটি অসাধারণ ঘরোয়া রেসিপি।
আপনার যা যা প্রয়োজন-
যেভাবে কাজ করে-
ব্যাবহার বিধি-
এই হলো খুব সহজে ঘরে বসে বাজেট ফ্রেন্ডলি উপাদান দিয়ে ত্বকের পোরস ক্লিন করার ফেসিয়াল তৈরীর রেসিপি। সপ্তাহে ৩ বার প্রসেসটি ফলো করলে অল্প দিনেই পেয়ে যাবেন পোর মুক্ত মসৃণ গ্লোয়িং ত্বক। কমেন্টে জানিয়ে দিন স্কিনের যত্নে আপনারা কে কি ঘরোয়া উপায় ফলো করেন।