ঘুম না হবার কারণে অথবা দৈনন্দিন ব্যাস্ততা ও ক্লান্তির কারনে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় ও অনেক সময় চোখে ফোলা একটা ভাব চলে আসে। আমাদের চোখের আশেপাশের ত্বক একটু বেশি পাতলা ও সেনসিটিভ হবার কারণে এমনটা হয়। এই ডার্ক সার্কেল ও ফোলা ভাব দূর করতে ঠান্ডা টি ব্যাগ খুবই কার্যকরী।
গ্রিন,ব্ল্যাক অথবা ক্যামোমিল টি এই সব গুলোতেই আছে প্রচুর পরিমানে এন্টি অস্কিডেন্ট , ট্যানিন ও ক্যাফেইন যা ব্লাড সার্কুলেশন বাড়ায় ও এন্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে ফোলা ভাব দূর করে ও ডার্ক সার্কেল রিডিউস করে চোখে একটা সতেজ ও ফ্রেশ ভাব এনে দেয়।
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…