চুল পাকা রোধে মেহেদীর হেয়ার মাস্ক DIY Henna Hair Musk

How To Apply Henna Hair Musk

একটা নির্দিষ্ট বয়সের পরে চুল পেকে যাওয়া স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় কম বয়সেই অনেকের চুল সাদা হতে শুরু করে। আপনার যদি এমন সমস্যা থাকে ও আপনি যদি ক্যামিকেল কালার ব্যবহার করতে না চান তাহলে মেহেদীর বা Henna Hair Musk ইউজ করে সহজেই এই চুল সাদা হয়ে যাবার হাত থেকে রক্ষা পেতে পারেন। 

আপনার যা যা প্রয়োজন Henna Hair Musk তৈরীর জন্য – 

  • ১-২ টেবিল চামচ চা পাতা
  • ২-৩ টেবিল চামচ মেহেদী পাতার পেস্ট
  • ২-৩ কাপ পানি
  • ১/২ টেবিল চামচ লেবুর রস

যেভাবে ব্যাবহার করবেন-

  • চা পাতা পানিতে ফুটিয়ে নিন। পানি অর্ধেক হয়ে আসা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। খেয়াল রাখবেন এর পরিমান যেন মেহেদী পেস্টের সমান হয়।
  • এবার মেহেদী পাতার পেস্ট , ও লেবুর রস  চায়ের পানিতে ভালো ভাবে মিশিয়ে নিন। এভাবে ৮ ঘন্টা বা সারারাত রেখে দিন। চাইলে এতে কিছু পরিমাণ আমলা পাউডার ও এড করতে পারেন, আপনার চুলকে যা একটা শাইনি ভাব এনে দিবে।
  • একটা পুরোনো টি শার্ট পরে নিন যাতে কাপড়ে দাগ না লাগে। এবার চুলগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিন।
  • এবার একটি ব্রাশ দিয়ে বা হাত দিয়ে আলতো ভাবে পুরো চুলে মিশ্রনটি এপ্লাই করুন, খেয়াল রাখবেন কোনো অংশ যেন বাদ না থাকে।
  • এপ্লাই করা হয়ে গেলে একটি শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন চুলগুলোকে আলদা রাখার জন্য। এভাবে ৩০ মিনিট রেখে দিন যাতে ভালো ভাবে শুকিয়ে মিশ্রণটি চুল শুঁষে নেয়।
  • এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। চুলে কন্ডিশনার এপ্লাই করতে পারেন। কিন্তু শ্যাম্পু করবেন না ওইদিনই। পরেরদিন শ্যাম্পু করতে পারেন।

প্রসেসটি মাসে অন্তত একবার ফলো করে আপনি পেয়ে যেতে পারেন ঘন কালো ঝলমলে চুল। চুলকে অকালে পেকে যাবার হাত থেকে যেমন এই Henna Hair Musk টি রক্ষা করবে সেই সাথে এতে আছে চুল পড়াহেয়ার ড্যামেজ রিকভার করার জন্য উপকারী উপাদান। তাই সুস্থ সুন্দর চুলের জন্য আজকেই ঘরে বসে ট্রাই করতে পারেন এই ন্যাচারাল পদ্ধতিটি।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply