একটা নির্দিষ্ট বয়সের পরে চুল পেকে যাওয়া স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় কম বয়সেই অনেকের চুল সাদা হতে শুরু করে। আপনার যদি এমন সমস্যা থাকে ও আপনি যদি ক্যামিকেল কালার ব্যবহার করতে না চান তাহলে মেহেদীর বা Henna Hair Musk ইউজ করে সহজেই এই চুল সাদা হয়ে যাবার হাত থেকে রক্ষা পেতে পারেন।
প্রসেসটি মাসে অন্তত একবার ফলো করে আপনি পেয়ে যেতে পারেন ঘন কালো ঝলমলে চুল। চুলকে অকালে পেকে যাবার হাত থেকে যেমন এই Henna Hair Musk টি রক্ষা করবে সেই সাথে এতে আছে চুল পড়া ও হেয়ার ড্যামেজ রিকভার করার জন্য উপকারী উপাদান। তাই সুস্থ সুন্দর চুলের জন্য আজকেই ঘরে বসে ট্রাই করতে পারেন এই ন্যাচারাল পদ্ধতিটি।