চুল পড়া নিয়ে টেনশন | কোন অয়েলে পাবেন জিরো হেয়ার ফল?

জিরো হেয়ার ফল

চুল পড়া প্রবলেম আমরা অনেকেই ফেইস করছি। আপনিও কি চুল পড়া নিয়ে টেনশনে আছেন? হেয়ার ফলের রয়েছে নানান কারণ। পানির সমস্যা, ওয়েদারে সমস্যা, স্ট্রেস, জিনগত প্রবলেম এছাড়া আরও নানারকম রোগের কারণে হেয়ার ফল হতে পারে। তবে চিন্তা নেই, আজ কথা বলব হেয়ার ফল স্টপ করার জন্য কোন হেয়ার অয়েলটি আপনার জন্য বেস্ট হবে তা নিয়ে…

হেয়ার ফল ট্রিটমেন্টে নিউট্রিপিওর আমলা অয়েল

চুল পড়া রোধে নিউট্রিপিওর আমলা অয়েল খুব ভালো কাজ করে। গোসলের ৩ ঘন্টা আগে আমলা অয়েল চুলের গোড়ায় ভালোভাবে এপ্লাই করে ম্যাসাজ করুন। তারপর শাওয়ার নেয়ার সময়ে আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। এভাবে উইকলি ৩ দিন ব্যবহার করুন। নিউট্রিপিওর আমলা অয়েল ইউজের কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন মাথায় চুল পড়া ধীরে ধীরে কমে আসছে সেই সাথে হেয়ার রুট ও স্ট্রং হচ্ছে। সাধারণত ইউজের এক মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো নিউট্রিপিওরের আমলা অয়েলের কোন সাইড ইফেক্ট নেই।

ঘরোয়াভাবে কীভাবে নিবেন চুলের যত্ন?

হেয়ার কেয়ারের অনেক উপকরণ আমাদের হাতের কাছেই আছে তাই শুধু প্রয়োজন কোনটা কীভাবে ইউজ করবেন তা জেনে নেয়া। যেমন-

  1. ডিম: চুলের যত্নে ডিম খুব উপকারী, ডিমের কুসুম চুলের পুষ্টি জোগায় আর ডিমের সাদা অংশ চুলকে করে তোলে সিল্কি ও সতেজ। সপ্তাহে একবার নিউট্রিপিওর এন্টি-হেয়ারফল মাস্কের সাথে একটা ডিম ভালো করে ফেঁটে সমস্ত চুলে এবং চুলের গোড়ায় লাগাতে হবে। ১০-১৫ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।
  2. মুসুরের ডাল: মুসুরের ডালও চুলের জন্য বেশ উপকারী, মুশুরের ডাল পেষ্ট করে চুলের গোড়ায় লাগাতে পারেন। এক্ষেত্রে রেগুলার হেয়ার অয়েলিং রুটিন কিন্তু ফলো করতে হবে। নয়ত স্ক্যাল্প ডি হাইড্রেটেড হয়ে যেতে পারে
  3. হোমমেইড কন্ডিশনার: একটি কলা, লেবু আর নারিকেল তেল একসাথে মিক্স করে চুলে লাগাতে পারেন। এতে আপনার চুল অনেক সফট হবে।
  4. আমলকী বেটে রস করে চুলের গোড়ায় লাগাতে পারেন। চুলের জন্য আমলকী খুবই উপকারী, আমলা অয়েলের কথা শুরুতেই তো বললাম।

যা করবেন বা করবেন না

হেয়ার কালার বা রিবন্ডিং এর মত হেয়ার স্টাইলিং শুধু করলেই হবে না, ক্যামিকেলি ট্রিটেড হেয়ার সবসময় ভালোভাবে যত্ন করে রাখতে হবে। ঘুমনোর সময় অবশ্যই চুল খোলা রাখা যাবে না। চুল খোলা রেখে ঘুমালে বালিশে ঘষা খেয়ে ধীরে ধীরে তা ভেঙ্গে যায়, ও ড্যামেজড হয়ে যায়।

  1. তীব্র রোদে চুল খোলা রেখে বাইরে যাওয়া ঠিক না। সূর্যের তাপে চুল রুক্ষ হয়ে যায়। তাই সুন্দর চুলের জন্য ছাতা ব্যবহার করা অতি উত্তম।
  2. চুলের গোড়ায় ময়লা জমতে দেয়া যাবে না। যারা প্রতিদিন বাইরে যান তাদের চুল অনেক বেশি ময়লা হয়। তাই উচিত প্রতিদিন বা এক দিন পর পর শ্যাম্পু করা।
  3. মাসে  অন্তত  দুইবার  Anti-dandruff shampoo ব্যবহার করা উচিত। এতে মাথায় খুশকি হবে না।

নিউট্রিপিওরে রয়েছে হেয়ার ফল স্টপ করার অর্গানিক ফর্মুলায় তৈরী আমলা অয়েল ও এন্টি হেয়ার ফল মাস্ক। এক্সট্রিম হেয়ার ফল এর প্রবলেম ফেইস করলে এই দুইটি ন্যাচারাল হেয়ার কেয়ার প্রডাক্ট হতে পারে আপনার  বেস্ট সল্যুশন। চুলের যত্ন নিতে আলসেমি করবেন না। হেয়ার প্রবলেম একবার বাড়তে থাকলে সেটাকে কন্ট্রোলে আনা বেশ কঠিন। তবে নিয়মিত সঠিক পরিচর্যা করলে ঘন-মজবুত চুল ধরে রাখতে পারবেন সহজেই…

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply