১৫ মিনিটেই পাও গ্লোয়িং স্কিন!

১৫ মিনিটেই পাও গ্লোয়িং স্কিন

১৫ মিনিটেই পাও গ্লোয়িং স্কিন!

লাইফে সব কিছু খুব একটা প্ল্যান করে হয় না! অনেক সময়ই অল্প সময়ের নোটিশে পার্টি বা প্রোগ্রামে যেতে হয়। আর অফিস বা ক্লাসের পর হলে তো কথাই নেই। টায়ার্ড ও মলিন চেহারা নিয়ে কোনো পার্টিতে যেতে আমরা কেউই চাই না। অথচ নিজেকে তৈরি করার মতো খুব একটা সময়ও তখন হাতে থাকে না। তাহলে সমাধান? 

তোমার লাইফের এমন ব্যাস্ত সময়ের সহজ সমাধান নিয়েই আজকের এই লিখাটি। স্কিনকে রিফ্রেশ করতে আর ন্যাচারাল গ্লো আনতে মাত্র ১৫ মিনিটই যথেষ্ট। অবাক লাগছে তাইতো? তাহলে দেখে নাও কীভাবে!


স্টেপ-১: ক্লিংজিং-এ দাও ২ মিনিট 

স্কিনকে রিফ্রেশ করার প্রথম শর্ত হলো ডেড সেল রিমুভ করা। কারণ, ডেড সেল থাকলে স্কিন ডাল বা মলিন দেখায়। তাই সবার প্রথমেই স্কিনটাকে ভালোমতো স্ক্রাব করে নাও। স্কিনের ডালনেস দূর করতে ৯৯% ডেরিভেটিভ ভিটামিন সি সমৃদ্ধ Nutirpure Whitamin c ক্লিনজার টি ব্যবহার করতে ডার্মাটোলোজিস্ট রা সাজেস্ট করেন। কারণ ভিটামিন সি স্কিন কে ব্রাইট করে স্পট দূর করতে সাহায্য করে।

স্টেপ-২: স্ক্রাবিং ৯ মিনিটে স্কিনে আনবে ন্যাচারাল গ্লো

স্কিনের ড্যামেজ হওয়া ডেডসেলস গুলো দূর করতে  নিউট্রিপিওরের Brightening Facial Pack সবচেয়ে বেস্ট কাজ করে। যার মধ্যে আছে সান্ডালউড, কাস্তুরি টার্মেরিক, রোজ পেটাল, হানি সহ নানান সিক্রেট ন্যাচারাল উপাদান যা স্কিন কে ভেতর থেকে ব্রাইট করে এবং ডার্কস্পট, সানবার্ন দূর করে। মাস্ক ফেস-এ অ্যাপ্লাই করে মিনিট অপেক্ষা করো। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলো।

স্টেপ-৩: ফেস-এ আইস কিউব ম্যাসাজ করো ২মিনিট 

একদম অল্প সময়ে এবং কোনো টাকা খরচ ছাড়া স্কিন কেয়ার করা যায়? হ্যাঁ অবশ্যই, আইস কিউব দিয়ে! এটি স্কিনে একদম ম্যাজিকের মতোই কাজ করে। একটা আইস কিউব আস্তে আস্তে স্কিনে অ্যাপ্লাই করতে থাকো ১ মিনিটের মতো। এটি স্কিনের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে, একটা হেলদি গ্লো নিয়ে আসে। এবং এর আরেকটি বেনিফিট হলো এটি স্কিনে বয়সের প্রভাব পড়া ও রিংকেলস কমাতেও অনেক সাহায্য করে।     

স্টেপ-৪: অর্গানিক টোনার অ্যাপ্লাই করো ১ মিনিটেই!

মাত্র ১ মিনিট সময় লাগবে! অর্গানিক টোনার ব্যবহার করুন। অর্গানিক টোনার ওপেন পোরস ক্লিন করে এবং বন্ধ করে স্কিন কে ঘাম, অয়েল এন্ড ডার্ট থেকে মুক্ত রাখে। বাংলাদেশের সেরা অর্গানিক Rose Facial Mist Toner পাওয়া যাচ্ছে নিউট্রিপিওরে।

স্টেপ-৫: রোজ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো ১ মিনিটেই!

লাস্ট স্টেপ হলো ফেস-এ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। স্কিন কেয়ারে এন্টিঅক্সিডেন্ট ও কোলাজেন জাতীয় ময়েশ্চারাইজার অথবা সেরাম ব্যবহার করুন। সেক্ষেত্রে নিউট্রিপিওরের Rose অয়েল হতে পারে বেস্ট অপশন।

দেখলেই তো স্কিন কেয়ার মানেই অনেক এক্সপেন্সিভ বা সময়ের ব্যাপার তা কিন্তু না। মাত্র ১৫ মিনিটে এই ৫টা স্টেপ ফলো করে তোমার স্কিন করতে পারো ফ্রেশ আর গ্লোয়িং!

ফেসপ্যাক, টোনার এবং ময়েশ্চারাইজার এর জুটি স্পট, ডার্ট স্কিন ও রুক্ষতার ছুটি!

Complete Skin Brightening Routine

৪১০৳ ছাড়ে ১,৮৮০ টাকা

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply