ট্যুর থেকে ফিরে আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠছেন? কিন্তু কেন?

sunspots

কোথাও একটু ঘুরতে গেলেই সানট্যানে স্কিনের অবস্থা হয় যা-তা! সানস্ক্রীন ইউজ না করা বা করলেও তা যদি সঠিক SPF গ্রেডের না হয় প্রবলেমটা হয় তখনিই! এই রোদে পোড়া ডার্কনেস দূর করতে আপনিও কি একটি ন্যাচারাল উপায় খুঁজছেন? তবে আপনি চলে এসেছেন একদম ঠিক জায়গায়! আজ জানিয়ে দিব আমলা পাউডার এর একটি ইজি ফেইস মাস্ক রেসিপি যা সানট্যান দূর করতে খুবই ইফেক্টিভ। চলুন জেনে নেই…

আপনার কি কি প্রয়োজন ও কিভাবে এপ্লাই করবেন-

২ টেবিল চামচ আমলা পাউডার এবং ১ টেবিল চামচ টকদই নিন এবং একটি ঘন মসৃণ পেস্ট তৈরি করতে পরিমানমত মধু মিশিয়ে নিন। এবার আপনার পুরো মুখ এবং ঘাড়ে মাস্কটি এপ্লাই করুন। কিছু সময় অপেক্ষা করে এটিকে শুকিয়ে যেতে দিন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আমলা বেশ কিছু একটিভ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা সানস্পট এবং রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। অন্যদিকে, টকদইতে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পিম্পল ব্রেকআউট এবং ব্রণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মধু স্কিনকে ময়েশ্চারাইজ করে।

Nutripure Bangladesh

Leave a Reply