কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আলু খুবই পরিচিত একটা ভেজিটেবল। ফ্রাইড, চিপস বা ম্যাশ যাই হোক না কেন আলু পছন্দ করেন না এমন কাউকে মনে হয় পাওয়াই যাবেনা ।
তবে শুধু খাবার হিসেবে নয়, স্কিন কেয়ারেও আলু বেশ বেনিফিশিয়াল। শর্করা ছাড়াও আলুতে রয়েছে ভিটামিন সি, বি৬, বি১ এবং বি৩ এবং পটাসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ এবং খাদ্যতালিকাগত অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হেলথ ও স্কিনের জন্য উপকারী। এটি আপনাকে ব্রাইট এবং ফ্ললেস স্কিন পেতে সাহায্য করে। কি ভাবছেন, আলু কীভাবে আপনার ত্বকের উপকার করে? আজকের আর্টিকেলে জেনে নিন গ্লোয়িং স্কিন পেতে আলু কিভাবে ইউজ করবেন-
– আপনার প্রয়োজন হবে
যেভাবে এপ্লাই করবেন
হোমমেইড এই ফেইসপ্যাক কিভাবে কাজ করে –
লেবু এবং আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং ক্ষমতা যা অতিরিক্ত অয়েল দূর করতে, পোরস ক্লিনিং এবং স্কিনকে ইভেবটোন করতে সাহায্য করে। আর মধু আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখে। ন্যাচারাল এই ফেইসপ্যাকে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার স্কিনকে পলিউশন এবং সূর্যের এক্সপোজারের কারণে হওয়া ড্যামেজ থেকে রক্ষা করে।