পিংক লিপস পেতে বীটরুট কিভাবে ইউজ করবেন?

পিংক লিপস পেতে বীটরুট 1

ঘরে বসেই গোলাপী, পাউটি ঠোঁট পেতে চান? এপ্লাই করে দেখুন বীটরুটের এই ন্যাচারাল রেসিপি। লিপ কেয়ারে সবাই লিপ বাম, লিপ স্ক্রাব এবং লিপস্টিকের উপরেই ডিপেন্ড করে থকে। কিন্তু এটা কি জানেন, এগুলোর ইনগ্রেডিয়েন্টসে রয়েছে ক্ষতিকর ক্যামিকেলসের বিশাল লিস্ট! জেনে বা না জেনে প্রায় সবাই এসব ইগনোর করে, কারণ সবাই চায় গোলাপী ঠোঁট! ক্যামিকেল প্রডাক্টে টায়ার্ড হয়ে যদি ন্যাচারালি পিংক, গ্লসি ও পাউটি লিপস পেতে চান তবে ইফেক্টিভ এই DIY রেসিপি ইউজ করে দেখুন!

ঠোঁটের জন্য বিটরুট

বিটরুট আপনার ঠোঁটকে একটি সুন্দর গোলাপী আভা দেয় এবং একই সাথে ঠোঁটের পিগমেন্টেশন ক্লিন করে। সম্পূর্ণ-প্রাকৃতিক, রাসায়নিক মুক্ত, এবং বাজেট ফ্রেন্ডলি হওয়ায় এটিকে বলা যায় সেরা লিপ মেকআপ কমপ্যানিয়ন! দেখুন কিভাবে ইউজ করবেন-

আপনার যা যা প্রয়োজন-

  • একটি মাঝারি আকারের বিটরুট
  • নারকেল তেল
  • ফুড প্রসেসর
  • ছাঁকনি
  • ছোট পাত্র
5/5
5/5

গোলাপী ঠোঁটের জন্য বিটরুট লিপ-স্টেইন কীভাবে প্রিপেয়ার করবেন?

  • বীটরুট খোসা ছাড়িয়ে একদম মিহি করে গ্রেট করে নিন। এক্সট্রা পানি এড করবেন না
  • গ্রেট করা বিটরুটের রস সাবধানে ছেঁকে নিন 
  • এবার এতে এক চা চামচ নারকেল তেল যোগ করুন। 
  • এবার একটি পরিষ্কার চামচ বা টুথপিক ব্যবহার ভালোভাবে মিক্স করে নিন। এরপর একটা কন্টেইনারে করে রেফ্রিজারেটরে রাখুন। ন্যাচারাল ও প্রিজারভেটিভ-ফ্রি হওয়ায় এটিকে সব সময় ফ্রিজে স্টোর করতে হবে।
  • ফাইনালি ঠোঁটে এপ্লাই করুন। এটি এপ্লাই করার সাথে সাথে ঠোঁটের আভা সফট গোলাপী রঙের হয়ে উঠবে। তবে কয়েক মিনিটের মধ্যে অক্সিডাইজ হয়ে ঠোঁট একটি টকটকে লাল আভা নেবে! 
  • ড্রাই ওয়েদার ও উইন্টারে যতবার সম্ভব এই ন্যাচারাল লিপ স্টেইন এপ্লাই করুন আর এক সপ্তাহের মধ্যে পান সফট, গোলাপী ঠোঁট!
5/5
5/5

Nutripure Bangladesh

Leave a Reply