হেলদি হেয়ার পেতে শ্যাম্পু কীভাবে করবেন?

শ্যাম্পু কীভাবে করবেন

হেয়ার কেয়ারে ফার্স্ট স্টেপটাই কিন্তু শ্যাম্পু করা। তবে এই সিম্পল শ্যাম্পু করার ব্যাপারটিতেও কিন্তু আমরা নানা রকম ভুল করে ফেলি। যার ফল ভোগ করতে হয় আমাদের চুলকেই। তো হেলদি চুল পাবার শ্যাম্পু কীভাবে করবেন তা জানিয়ে দিব আজকের আয়োজনে।

জেনে নিন ইউজফুল কয়েকটি টিপস-

  1.  শ্যাম্পু করার আগে আপনার চুল স্টিম করে নিন: স্ক্যাল্পের পোরস গুলোতে প্রায়ই তেল এবং ময়লা দিয়ে আটকে থাকে। সেগুলিকে ক্লিন করতে শাওয়ার নেয়ার ২০ মিনিট আগে একটি টাওয়েল কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এবার মাথার চারপাশে জড়িয়ে রাখুন।
  2.  ঠান্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন: চুলে হিট স্টাইলিং খুব ঘন ঘন করলে যেমন চুলের ক্ষতি হয়, গরম পানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই শ্যাম্পু করার সময়ে ঠান্ডা পানি ইউজ করুন।
  3.  প্যারাবেন এবং SLS ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন: শ্যাম্পুতে পাওয়া ক্যামিকেলের মধ্যে এই দুইটি সব থেকে ক্ষতিকর। এগুলো স্কিন ইরিটেশন এবং অ্যালার্জিক রি-একশন সৃষ্টি করে। এছাড়া প্যারাবেন থেকে রয়েছে ক্যান্সারের সম্ভাবনা! তাই, এসএলএস এবং প্যারাবেন মুক্ত অর্গানিক শ্যাম্পু ইউজ করুন।
  4.  শুধুমাত্র মাথার ত্বকে শ্যাম্পু প্রয়োগ করুন: পুরো চুলে শ্যাম্পু এপ্লাই করলে চুল থেকে ন্যাচারাল অয়েল বের হয়ে যাবে এবং চুলকে শুষ্ক, নিস্তেজ এবং প্রাণহীন দেখাবে। তাই শ্যাম্পু ইউজ করুন শুধুমাত্র স্ক্যাল্পে।

তো জেনে নিলেন কীভাবে শ্যাম্পু করলে চুল সব থেকে ভালো থাকবে। আরেকটা বিষয় হলো আপনার চুল ভেজা অবস্থায় সবচেয়ে ভঙ্গুর অবস্থায় থাকে। তাই চুল ভেজানোর ১৫ মিনিটের মধ্যে শ্যাম্পু করে কন্ডিশন করা উচিত যাতে ড্যামেজ এবং স্প্লিট এন্ডস না হয়।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply