রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে লেমন পাউডার!

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে লেমন পাউডার

হাই প্রেশার শুনলে মনেই হয় বড়দের অসুখ! এই বয়সে আমার হবে না! এটা কিন্তু ভুল। এখন অল্প বয়সেও ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম প্রায়ই দেখা যায়। কিন্তু আপনি জানেন কি ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে লেমন পাউডার কিন্তু বেশ ইফেক্টিভ! কিন্তু কিভাবে কনজিউম করলে পাবেন বেস্ট রেজাল্ট? লিংকে ক্লিক করে পড়ে নিন এখনি…

ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে বাড়িতে ঝটপট তৈরী করে ফেলুন লেমন পাউডার ও মধুর এই রিফ্রেশিং ড্রিংক!

  • আপনার প্রয়োজনঃ
  1. পানি-২৫০ মিলি
  2. নিউট্রিপিওর লেমন পাউডার- ১.৫ চা চামচ
  3. খাঁটি মধু- ১ টেবিল চামচ
  • কীভাবে তৈরী করবেনঃ
  1. একটা পাত্রে সব গুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে ভালো করে মিক্স করে নিন
  2. ( ১০ মিনিট ) রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে পান করুন

ভিটামিন সি তে ভরপুর লেমন পাউডার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সেই সাথে শরীরের pH ব্যালেন্স কন্ট্রোল করে। পটাসিয়াম সমৃদ্ধ নিউট্রিপিওর লেমন পাউডার হজমে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে রাখে একই সাথে শরীর থেকে টক্সিন ফিল্টার করে।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply