ভিডিও কলের জন্য পারফেক্ট লুক মাত্র ২ মিনিটে!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
ভিডিও কলের জন্য পারফেক্ট লুক মাত্র ২ মিনিটে!
অনলাইন মিটিং, অনলাইন ক্লাস বা জরুরী ভিডিও কনফারেন্স, নিউ নরমাল লাইফে এগুলো আমাদের প্রতিদিনের রুটিনের একটা অংশ। যেহেতু আজকাল ঘর থেকে খুব একটা বের হওয়া হয় না, তাই সময় নিয়ে রেডি হতেও ইচ্ছে হয় না। কিন্তু কথায় আছে, “যখন নিজেকে দেখতে সুন্দর লাগে, তখন নিজের মধ্যে একটা সুন্দর ফিলিংস কাজ করে!” তাই অনলাইন ক্লাস এবং মিটিং-এর আগে একটা পারফেক্ট লুক কিন্তু সহজেই মেইনটেন করা যায়। চলো দেখে নেই কীভাবে!
ঝটপট সলিউশন বিবি ক্রিম
আমার কাছে বিবি ক্রিম হলো ব্যস্ত লাইফের সবচেয়ে সহজ সমাধান। অনেক কিছু অ্যাপ্লাই করার ঝামেলা নেই, ব্লেন্ড করার ঝামেলা নেই! একটু বিবি ক্রিম ঝটপট ফেস-এ অ্যাপ্লাই করলেই অনেকটা মেকআপের মতো ফিনিশিং পাওয়া যায়। আর দেখতেও ন্যাচারালও লাগে!
একটু মাসকারা
ধরো, সকালে ঘুম থেকে উঠেই মিটিং বা ক্লাস। এইদিকে চোখ এখনও ফুলে আছে। এর একদম সহজ সমাধান হলো একটু মাসকারা অ্যাপ্লাই করে নেওয়া। বিশ্বাস করো ঘুম ঘুম লুকটা মুহূর্তেই কেটে যাবে!
ফেস-এ একটু কালারের টাচ!
একটু কালারফুল লিপগ্লস বা লিপস্টিক সাথে সাথে পুরো লুকটাকে পাল্টে দিতে পারে। চাইলে একটু লাইট পিংক বা পিচ টোনের ব্লাশও অ্যাপ্লাই করে নিতে পারো।
সবশেষে চুলটা একটু ঠিকঠাক করে নিলে তুমি কিন্তু একদম রেডি! খুব বেশি কষ্ট না করে বা সময় না দিয়েই ভিডিও কলের আগে পেতে পারো পারফেক্ট একটা লুক।
ভিডিও কলের জন্য ২ মিনিটে না হয় রেডি হয়ে গেলেন, এটা কিন্তু পার্মানেন্ট সমাধান না। স্থায়ীভাবে নিজেকে সব সময় রেডি রাখতে ব্যবহার করুন নিওট্রিপিওরের কমপ্লিট স্কিন ব্রাইটেনিং রুটিন, যেটা মেকাপ ছাড়াই দিবে উজ্জল ত্বক।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…