উইন্টারে রেগুলার স্কিন কেয়ার কিভাবে করবেন?

রেগুলার স্কিন কেয়ার

শীতে স্কিনটাকে হেলদি ও সফট রাখাটাই একটা চ্যালেঞ্জ। উইন্টার স্কিন কেয়ার নিয়ে যদি আপনিও সবার মত টেনশনে থাকেন তবে আমাদের কাছে রয়েছে কিছু স্পেশাল উইন্টার স্কিন কেয়ার টিপস! শীতে আপনার ত্বক ন্যাচারাল ময়েশ্চার হারায়, যার ফলে ইরিটেশন এবং স্কিন ড্রাইনেস দেখা যায়। কিছু ক্ষেত্রে, এটি এমনকি সোরিয়াসিস, একজিমা এবং অন্যান্য স্কিন ডিজিজেও কনভার্ট হতে পারে! 

এজন্য আজ জানিয়ে দিব উইন্টার স্কিন কেয়ারে ইফেক্টিভ ১০ টি মাস্ট ফলো টিপস যা আপনাকে শীতকালেও সফট, গ্লোয়িং ও হেলদি স্কিন পেতে হেল্প করবে!

উইন্টারে হট ওয়াটার ইউজ করছেন, ঠিক করছেন কি? 

হাড়ে কাঁপুনি ধরানো শীতে শাওয়ার বা ফেইস ওয়াশ যেকোনো কাজেই হট ওয়াটার ইউজ করাটা অনেকেরই অভ্যাস! তবে স্কিনের জন্য অতিরিক্ত গরম পানি কিন্তু ক্ষতিকর! হট ওয়াটার শাওয়ারে স্কিন দ্রুত শুকিয়ে যায় এবং আপনি যদি দ্রুত ময়শ্চারাইজ না করেন তবে স্কিন ফেটে যেতে পারে এমনকি একজিমা পর্যন্ত হতে পারে! শীতে শাওয়ার নেয়ার সময় অবশ্যই হালকা গরম পানি ইউজ করুন, ও শাওয়ারের পর অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করুন!

হাইড্রেটেড থাকুন ২৪/৭

বাড়ির ভিতরে হোক বা বাইরে, শীতকালে বাতাস শুষ্ক থাকে। আর এর ফলে আপনার শরীর থেকে ময়েশ্চার সহজেই ইভ্যাপোরেট হয়ে যায়। তাই আপনার ত্বককে সব সময় হাইড্রেটেড রাখতে হবে। 

শীতে স্কিন কেয়ার প্রডাক্ট সিলেক্ট করতে সতর্ক থাকুন!

সামারে যে স্কিন কেয়ার প্রডাক্ট গুলো আপনার স্যুট করে শীতে সেটা নাও করতে পারে। উইন্টারে হেলদি এবং ব্রাইট স্কিনের বেস্ট সল্যুশন হলো হালকা স্কিন কেয়ার প্রডাক্ট ইউজ করা। স্কিনের ন্যাচারাল হাইড্রেশন লেভেল বজায় রাখতে  ময়শ্চারাইজার রয়েছে এমন ক্লিনজার বেছে নিন।

সান প্রটেকশন ইউজ করুন

উইন্টারে বাইরে বের হবার সময়ে অবশ্যই রোদ প্লাস অতিরিক্ত ঠান্ডা বাতাস দুটো থেকেই স্কিনকে প্রটেক্ট করুন প্রয়োজনে গ্লাভস এবং ক্যাপ পরুন এবং অবশ্যই সানস্ক্রিন ভুলে যাবেন না! উষ্ণ রোদ স্কিনের জন্য সুদিং লাগতে পারে, কিন্তু অতিবেগুনী রশ্মি এখনও আপনার ত্বকের অনেক ক্ষতি করতে পারে! 

হাত ও পায়ের যত্ন

শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় হাতের ত্বকে কম সিবাম গ্ল্যান্ড রয়েছে। এই কারণেই হাত থেকে ময়েশ্চার দ্রুত হারিয়ে যায়, ও স্কিন ফেটে যায়। এজন্য বাইরে যাওয়ার আগে অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করুন। সেই সাথে পা ময়শ্চারাইজ করার জন্য গ্লিসারিন-বেজড ক্রিম এবং পেট্রোলিয়াম জেলি এগুলো বেশ ইফেক্টি

5/5

রেগুলার স্কিন কেয়ার রুটিন মেনে চলুন

উইন্টারে কমপ্লিট স্কিন কেয়ারের জন্য টোটাল একটা স্কিন কেয়ার রুটিন মেনে চলুন। দিনে একবার বা দুবার ফেইস ওয়াশ করুন, বিশেষত সকালে এবং বিছানায় যাওয়ার আগে। সকালে ফেইস ওয়াশের পর, ময়েশ্চার লক করতে আপনার ডেইলি ময়েশ্চারাইজার এপ্লাই করুন। সেই সাথে উইকলি ২/১ বার ফেইস মাস্ক ইউজ ও ডেইলি টোনার ইউজ করতে ভুলবেন না কিন্তু!

খেয়াল রাখুন আপনার ফুড হ্যাবিটের দিকে!

শীতে আমাদের দেশে প্রচুর মৌসুমি ফল এবং সবজি পাওয়া যায়! এগুলো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের রিচ একটা সোর্স যা আপনার স্কিনকে ঠাণ্ডা আবহাওয়ায়ও হেলদি রাখতে প্রয়োজন! একই সাথে হেলথ কেয়ারেও এই ফ্রুটস এন্ড ভেজিটেবলস খুবই বেনিফিশিয়াল! 

রেগুলার এক্সারসাইজ

হ্যাঁ! আমি জানি কম্বলের উষ্ণতা এবং আলসেমি কাটিয়ে ঠান্ডা শীতের সকালে এক্সারসাইজ করা কতটা কঠিন! তবে আপনি যদি আপনার স্কিন ও হেলথকে ভালোবাসেন তবে রেগুলার এক্সারসাইজ রুটিন মেনটেইন করা খুবই জরুরি! এক্সারসাইজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ে ও স্কিন হেলদি হয়!

শীতকালে, আপনার শরীরের সিবাম এবং ঘাম গ্রন্থি এবং রক্তনালীগুলি কিছুটা সংকুচিত হয়। এ সময়ে ত্বককে স্বাভাবিকভাবে হেলদি ও ব্রাইট রাখা বেশ কঠিন । এজন্য খুবই ইজি এই টিপসগুলি অনুসরণ করে আপনি সহজেই উইন্টারেও ধরে রাখতে পারেন স্মুথ, ব্রাইট ও হেলদি স্কিন!

Nutripure Bangladesh

Leave a Reply