নর্মালি কোনো আউটডোর ইভেন্ট যেমন, ট্যুর বা শপিং এর সময় ছাড়া সানস্ক্রীন ইউজ করা হয় না বললেই চলে। মূলত নিয়মিত সানস্ক্রীন ইউজে স্কিন সানট্যান ও সানস্পট থেকে রক্ষা পায়। তবে সানস্ক্রীনের আরেকটি বড় বেনিফিট সম্পর্কে আমরা অনেকেই যা জানিনা তা হলো, স্কিনের এইজিং প্রসেস বা বয়সের ছাপ পড়ার প্রবলেম থেকেও কিন্তু সানস্ক্রীন মুক্তি দেয়।
সূর্যের দুই ধরণের আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে যা বিভিন্নভাবে স্কিনের ক্ষতি করতে পারে। UVB রশ্মি স্কিনের সানট্যান ও সানবার্নের জন্য দায়ী, অন্যদিকে UVA রশ্মি স্কিনে এইজিং প্রসেস ফাস্ট করে এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। রিসার্চ থেকে জানা যায়, যারা রেগুলার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে স্কিনের এইজিং প্রসেস ২৪% স্লো হয়ে থাকে।
লং লাস্টিং সান প্রটেকশন ও স্কিনে ইনস্ট্যান্ট মেক-আপু লুক পেতে রেগুলার ইউজ করুন Nutripure Collagen Whitening Sunscreen. SPF-50 মানের এই সাইড-ইফেক্ট ফ্রি সানস্ক্রীন UVA & UVB থেকে দেবে সর্বোচ্চ সুরক্ষা সেই সাথে স্কিনে আনবে ইয়ংগার লুকিং ন্যাচারাল গ্লো!