ওয়েলি স্কিনের ট্রিটমেন্টে ৩টি ঘরোয়া উপায় DIY Oily Skin Care
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
ওয়েলি স্কিনের ট্রিটমেন্টে ৩টি ঘরোয়া উপায়
ওয়েলি স্কিনের ট্রিটমেন্ট ও এর কারণে হওয়া একনি রিমুভ করা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। অনেকেই অনেক ধরণের ক্যামিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকেন এজন্য। কিন্তু আর বাকি সব ক্ষেত্রের মত এখানেও ক্যামিকেল ট্রিটমেন্টে আছে বেশ কিছু সাইড ইফেক্ট। অন্যদিকে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ভাবে ওয়েলি স্কিনের ট্রিটমেন্টে আছে বেশ কিছু ঘরোয়া উপায় যা একই সাথে বাজেট ফ্রেন্ডলি ও স্কিনের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি করে না। আজ আপনাদেরকে জানিয়ে দিব Oily Skin হবার কারণ ও ঘরে বসে সহজে স্কিনের অতিরিক্ত ওয়েল রিমুভ করা ও ওয়েলি স্কিনের ট্রিটমেন্টের জন্য কয়েকটি চমৎকার উপায়। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
স্কিন ওয়েলি হবার কারণ :
ত্বকের পোরস গুলোর ভেতরে থাকে সিবাসিয়াস গ্ল্যান্ড যা থেকে সিবাম বা এক বিশেষ ধরণের ওয়েল নির্গত হয়। এই ওয়েল বিভিন্ন ফ্যাটি যৌগের সাথে মিলে ত্বককে নানা ধরণের ব্যাকটেরিয়া ও ফাংগাসের ইনফেকশন থেকে রক্ষা করে। কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যখন অতিরিক্ত ওয়েল নির্গত হয় তখন পোরগুলো বন্ধ হয়ে যায় ও সিবাম বাইরের দিকে চলে আসে। এই অবস্থায় স্কিনকে অতিরিক্ত ওয়েলি দেখায়। Oily Skin এর যথাযথ পরিচর্যা না করা হলে ত্বকের পোর গুলো বন্ধ হয়ে একসময় পিম্পল বা একনি দেখা দেয়। এজন্য Oily Skin এর নিয়মিত যত্ন নেয়া খুবই জরুরি।
স্কিনের অতিরিক্ত ওয়েল রিমুভ ও Oily Skin যত্নের উপায় :
কসমেটিক ক্লে ফেইস মাস্ক :
কসমেটিক ক্লে বা ফ্রেঞ্চ গ্রিন ক্লে Oily Skin রিমুভে খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্ট কারণ এটা খুব ভালোভাবে স্কিনের ওয়েল শোষণ করে। বাজারে মূলত এটি পাউডার হিসেবে পাওয়া যায়।
স্পা এর মত কসমেটিক ক্লে মাস্ক যেভাবে তৈরী করবেন-
- এক চামচ কসমেটিক ক্লে ও এক টেবিল চামচ রোজ ওয়াটার মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে জেলির মত আকার ধারণ করবে।
- এবার ক্লে এর মিশ্রণটা স্কিনে এপ্লাই করুন ও শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে স্কিন ওয়াশ করে ফেলুন ও আলতো ভাবে মুছে নিন।
- সপ্তাহে অন্তত ২/৩ বার পদ্ধতিটি অনুসরণ করুন।
ডিমের সাদা অংশ ও লেবুর রসের মাস্ক :
এই মাস্ক আপনার স্কিনের পোর গুলো টাইট করবে ও লেবুর এসিটিক এজেন্ট স্কিনের অতিরিক্ত ওয়েল দূর করবে। এছাড়া এতে আছে এন্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা একনি প্রন স্কিনের জন্য খুব উপকারি।
যেভবে মাস্ক তৈরী করবেন-
- একটা ডিমের সাদা অংশ এক টেবিল চামচ ফ্রেশ লেবুর রসের সাথে মিশিয়ে নিন।
- এবার মিশ্রণটা স্কিনে এপ্লাই করুন ও শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে স্কিন ওয়াশ করে ফেলুন ও আলতো ভাবে মুছে নিন।
- ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত ২/৩ বার পদ্ধতিটি অনুসরণ করুন।
ওটমিল ও মধুর ফেইস প্যাক :
ওটমিল স্কিনের একনি দূর করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে খুবই উপকারি। এতে আছে এন্টি-ইনফ্লেমেটরি গুণাগুণ যা স্কিনে আরামদায়ক একটা অনুভূতি এনে দেয় একই সাথে এক্সট্রা ওয়েল রিমুভ করে ও স্কিনের ডেড সেলস গুলোকে এক্সোফোলিয়েট করে। ফেইস প্যাক হিসেবে ব্যবহারের সময় ওটমিলের সাথে মধু, টকদই, কলা বা পাকা পেঁপে পেস্ট করে ব্যবহার করা যায় যেগুলোতে আছে Oily Skin এর জন্য বিভিন্ন উপকারি উপাদান।
ওটমিল ফেইস প্যাক তৈরীর উপায়-
- ১/২ কাপ গ্রাউন্ড ওটমিল গরম পানির সাথে মিশিয়ে পেস্ট করে নিতে হবে।
- ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ টকদই মিশিয়ে নিতে হবে ভালোভাবে।
- ফ্রুট ফেইসপ্যাক তৈরী করতে চাইলে সাথে কলা বা পাকা পেঁপে পরিমাণ মত ব্লেন্ড করে এড করে নিতে পারেন।
- ফেইস প্যাক রেডি হয়ে গেলে স্কিনে এপ্লাই করুন ও ৩ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করুন। এভাবে ১০-১৫ মিনিট স্কিনে রেখে দিন।
- শুকিয়ে আসতে শুরু করলে হালকা গরম পানি দিয়ে স্কিন ওয়াশ করে ফেলুন ও আলতো ভাবে মুছে নিন।
- ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত একবার পদ্ধতিটি অনুসরণ করুন।
তো আজ আমরা জেনে গেলাম Oily Skin এর ট্রিটমেন্টের ৩ টি খুব সহজ ঘরোয়া ও কম সময়ে এপ্লাই করার মত ৩ টি পদ্ধতি। Oily Skin যখন হরমোনাল বা জেনেটিক কারণে হয় তখন সেটা ট্রিটমেন্ট করা বেশ কষ্টসাধ্য হলেও নিয়মিত স্কিন কেয়ার রুটিন ফলো করে ও অতিরিক্ত তেল জাতীয় ও প্রসেসড খাবার পরিহার করার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রনে রাখা যায়।
আপনার Oily Skin হলে হেভি কসমেটিকস ও মেক আপ ব্যবহার না করাই ভালো। বিশেষ করে ফাউন্ডেশন ব্যবহার না করা। অন্যান্য স্কিন কেয়ার প্রডাক্টের ক্ষেত্রেও ওয়েল বেইজড প্রডাক্ট পরিহার করে ওয়াটার বেইজড প্রডাক্ট ইউজ করা উচিত। অর্গানিক স্কিন কেয়ার প্রডাক্ট গুলো এক্ষেত্রে হতে পারে আপনার চমৎকার সলিউশন। আর ক্যামিকেল কসমেটিক্স বা মেক আপ যদি করতেই হয় তাহলে “Noncomedogenic” প্রডাক্ট দেখে তারপর নিন, কারণ এগুলো আপনার স্কিনের পোর গুলোকে বন্ধ করবে না।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…