ঘরোয়া পদ্ধতিতে Hair Straightening Cream তৈরীর ৩ টি রেসিপি

Homemade Hair Straightening Creams
স্ট্রেইট চুল পছন্দ করেন? নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে Hair Straightening Cream তৈরীর ৩ টি রেসিপি :

ঘন লম্বা ও স্ট্রেইট চুল কে না পছন্দ করে। ফ্যাশনের যত ট্রেন্ডই আসুক না কেন, চুল স্ট্রেট করার ট্রেন্ড কখনো হারিয়ে যায়নি। পরিপাটি ও স্টাইলিশ চুল পাবার জন্য ক্ষতিকর ক্যামিকেল প্রডাক্ট ও পদ্ধিতির পেছনে অনেকে হাজার হাজার টাকা খরচ করে । এগুলোর ব্যবহার চুলের হেলথ ও হেয়ার টেক্সচারের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। যদিও ন্যাচারাল পদ্ধতিতে চুল স্ট্রেইট করার রেজাল্ট পেতে অনেক সময় অনেক দিন লেগে যায়। কিন্তু নিশ্চিতভাবেই এই পদ্ধতিগুলো সাইড ইফেক্ট মুক্ত ভাবে চুলকে স্ট্রেইট করে। 

ন্যাচারালি চুলকে স্ট্রেইট করার অনেক গুলো পদ্ধতি আছে। ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে পাওয়া যাবে এমন উপাদান দিয়েই তৈরী করে ফেলতে পারেন Hair Straightening Cream যা একই সাথে চুলের পুষ্টিও যোগাবে অন্যদিকে চুলকেও করবে পারফেক্টলি স্ট্রেইট। 

চলুন জেনে নেই ঘরোয়া হেয়ার স্ট্রেইটনার তৈরী করার এমন তিনটি পদ্ধতি:

Hair straightener mask of banana and papaya

কলা ও পেপের হেয়ার স্ট্রেইটনার মাস্ক :

চুলকে সোজা ও শাইনি করার অন্যতম সহজ ও তাড়াতাড়ি করা যায় এমন একটি উপায় হলো এটি। কলা ও পেপেতে থাকা এন্টি অস্কিডেন্ট ও মিনারেল চুলকে স্ট্রেইট করার পাশাপাশি একই সাথে চুলে পুষ্টিও যোগায়।

প্রয়োজনীয় উপাদান-

  • একটা পাকা কলা
  • ছোট সাইজের এক টুকরো পাকা পেপে
  • ১ টেবিল চামচ দুধ

ব্যবহার পদ্ধতি-

  • একটা পাত্রে কলা ও পেপে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন যাতে কোনো শক্ত অংশ অবশিষ্ট না থাকে। 
  • এবার এতে ১ টেবিল চামচ দুধ মেশান ও ক্রিম টাইপের মিশ্রণ তৈরী হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আপনার মাস্ক তৈরী হয়ে গিয়েছে।
  • এবার মাস্কটা ভালো করে স্ক্যাল্পে, চুলের গোড়ায় ও সম্পুর্ণ চুলে এপ্লাই করুন। 
  • ৪০-৪৫ মিনিট এভাবে রেখে দিন। এরপর ঠান্ডা পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • বেস্ট রেজাল্ট পেতে প্রসেসটি সপ্তাহে অন্তত দুইবার এপ্লাই করুন।

Hair straightener cream of aloe vera and coconut

এলোভেরা ও কোকোনাট এর হেয়ার স্ট্রেইটনার ক্রিম :

এলোভেরাতে চুলকে স্ট্রেইট করার জন্য প্রয়জনীয় এনজাইমের পাশা পাশি আছে চুলকে সফট ও চুলের রুক্ষতা দূর করার উপাদান। নিয়মিত এর ব্যাবহারে চুল স্মুথ হয় চুলের গোড়া শক্ত হয় ও চুলের হেলদি গ্রোথ নিশ্চিন্ত করে। 

প্রয়োজনীয় উপাদান-

  • এক টেবিল চামচ এলোভেরা জেল
  • এক টেবিল চামচ কোকোনাট ওয়েল

ব্যবহার পদ্ধতি-

  • একটা পাত্রে এলোভেরা জেল ও কোকোনাট ওয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
  • এবার পেস্টটা স্ক্যাল্পে এপ্লাই করে ১০-১৫ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর এভাবেই আরো এক ঘন্টা রেখে দিন। 
  • ঠান্ডা পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে অন্তত একবার প্রসেসটি ফলো করুন। 

Hair straightener cream of olive oil, banana and sour yogurt

অলিভ ওয়েল, কলা ও টকদই এর হেয়ার স্ট্রেইটনার ক্রিম:

এই ন্যাচারাল হেয়ার স্ট্রেইটনার ক্রিম শুধু আপনার চুলকে স্ট্রেইটই করবে না বরং চুলকে ডিপলি কন্ডিশনিং করবে, চুলের গোড়া মজবুত করবে ও নিয়মিত ব্যবহারে হেয়ার টেক্সচার ও কোয়ালিটি ইমপ্রুভ করবে।

প্রয়োজনীয় উপাদান-

  • একটা পাকা কলা
  • এক চা চামচ মধু
  • এক চা চামচ অলিভ ওয়েল
  • এক টেবিল চামচ টকদই

ব্যাবহার পদ্ধতি-

  • একটা পাত্রে কলাটাকে ভালো ভাবে চটকে নিয়ে এতে মধু, অলিভ ওয়েল ও টকদই এড করে নিন। মিশ্রণটা এক সময় স্মুথ পেস্টের মত অবস্থায় আসবে। এবার আপনার হেয়ার ক্রিম রেডি।
  • এবার এই ক্রিমটা ভালো করে স্ক্যাল্পে, চুলের গোড়ায় ও সম্পুর্ণ চুলে এপ্লাই করুন। 
  • ৪০-৪৫ মিনিট এভাবে রেখে দিন। এরপর ঠান্ডা পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • সব থেকে ভালো রেজাল্ট পেতে প্রসেসটি মাসে অন্তত দুইবার এপ্লাই করুন।
যেসব ব্যাপারে খেয়াল রাখবেন-
  • হোমমেইড হেয়ার স্ট্রেইটনার ক্রিম ব্যবহারের পর খেয়াল রাখবেন মাথা যেন ভালো ভাবে পরিস্কার করা হয়, কোনো অবশিষ্ট যেন লেগে না থাকে।
  • হেয়ার ড্রায়ার ব্যবহার না করে ন্যাচারালি রোদে বসে চুল শুকানোর চেষ্টা করবেন, কারণ হেয়ার ড্রায়ারের গরম বাতাস চুলকে শুষ্ক করে তোলে ও হেয়ার ড্যামেজ হবার সম্ভাবনা থাকে।
  • সর্বদা এই হেয়ার মাস্ক ও ক্রিম ব্যবহারের সময় টাটকা ও ফ্রেশ ভাবে তৈরী করে নেয়া উচিত কারণ বাসি হোমমেইড মাস্ক ইউজ করলে আরো ক্ষতি হবার সম্ভাবনা থাকে।
  • নির্ধারিত সময়ের বেশি সময় এই হোমমেইড ক্রিম ও মাস্ক গুলো এপ্লাই করে রাখা যাবে না।

 

Share:

Nutripure Bangladesh

Leave a Reply