শরীরের অতিরিক্ত ওজন কমাতে ১০ টি ঘরোয়া হ্যাকস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
শরীরের অতিরিক্ত ওজন কমাতে ১০ টি ঘরোয়া হ্যাকস!
মোটা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভোগা মানুষের অভাব নেই। কিন্তু অতিরিক্ত ওজন এর জন্য যতটা না আপনি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার চেয়ে কয়েক গুণ বেশি হতে হচ্ছে মানসিকভাবে। বেশিরভাগ মানুষই চিকন হওয়ার উপায় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। আবার অনেকেই মনে করেন, না খেয়ে থাকলেই চিকন হওয়া যায়। কিন্তু এই ধারনাটি সম্পুর্ন ভুল।চিকন স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য প্রথমে আপনাকে জেনে নিতে হবে আপনার মোটা হওয়ার কারণগুলো কি কি? সাধারণত আমাদের স্বাস্থ্য মোটা এবং চিকন হওয়া নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এবং পারিপার্শ্বিক পরিবেশের উপর। এসব সমস্যার কারণে দেখা যায় অনেক চেষ্টার পরও অনেকেই চিকন হতে পারেন না। চলুন আজকে জেনে নেই শরীরের অতিরিক্ত ওজন কমানোর ১০টি গুরুত্বপূর্ণ টিপস-
১. আপনার BMI জেনে নিনঃ
ফিট থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার BMI( Body mass index ) জেনে নিতে হবে। সহজ ভাষায় বলতে গেলে বিএমআই আমাদের ওজন, উচ্চতা, দৈনিক কাজের হিসাব পরিমাপ করে বলে দেয় আমাদের শরীরের ক্যালরি চাহিদা কত। গুগলে বিএমআই ক্যালকুলেটর পেয়ে যাবেন যেখান থেকে BMI হিসাব করে নিতে পারবেন। ওজন কমানোর জন্য আপনাকে আপনার দেহের চাহিদার তুলনায় ১৫% কম ক্যালোরি গ্রহণ করতে হবে। এবং ধীরে ধীরে ক্যালোরি গ্রহণের পরিমাণ এর চাইতেও কমিয়ে আনতে হবে। একবারে বেশি পরিমাণে ক্যালোরি কমিয়ে ফেলতে যাবেন না এতে আপনার ফ্যাটলস না হয়ে মাংসপেশি ক্ষতিগ্রস্ত হবে।
২. সঠিক সময়ে ব্রেকফাস্ট করুনঃ
অনেকেই সকাল বেলার ব্রেকফাস্ট করা বাদ দিয়ে দেন চিকন হওয়ার আশায়। কিন্তু এটা যে আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক তা হয়তো আপনি সাথে সাথে বুঝবেন না। এতে সাময়িক ভাবে আপনার শরীর থেকে কিছুটা ওজন ঝরলেও তা পুনরায় আবার ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ সকাল বেলার খাবারটা আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। আপনার মেটাবলিজম বুস্ট করতে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের আগে নিউট্রিপিওর বাংলাদেশের Slimming green coffee খেতে পারেন। এটি আপনার শরীরের মেটাবলিজম বুস্ট করবে ও অতিরিক্ত মেদ কমিয়ে আপনাকে আকর্ষনীয় করে তুলবে।
৩. ডায়েট প্লান মেনে চলুনঃ
ওয়েট লসের জন্য আপনাকে অবশ্যই ডায়েট প্লান মেনে চলতে হবে। ঘরে বসেই আপনি নিজেও বের করে ফেলতে পারেন কোন ডায়েট প্ল্যানটি আপনার জন্য সঠিক হবে। নিউট্রপিওর বাংলাদেশের Slimming green coffee র সাথেই পাবেন ফ্রি ডায়েট চার্ট। আপনার বিএমআই অনুযায়ী ক্যালরি হিসাব করে নিয়ে আপনার ডায়েট প্ল্যান পছন্দ করে নিতে পারবেন।
৪. ওজন কমাতে নিয়মিত ব্যায়াম করুনঃ
আকর্ষণীয় শারীরিক গঠন পেতে ব্যায়ামের কোন বিকল্প নেই। ব্যায়ামের সময় আমাদের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর ফ্যাট নির্গত হয়ে যায়। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ব্যায়াম করার ফলে অতিরিক্ত মেদ কমে যায় এবং আকর্ষনীয় শারীরিক গঠন তৈরি করা যায়। সারা দিনে অন্তত ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। ওজন কমানোর জন্য কিছু কার্যকরী ব্যায়াম হচ্ছে হাটা, দৌড়ানো, জগিং, সাঁতার কাটা, সাইকেলিং, ওয়েট লিফ্টিং ইত্যাদি।
৫. খাদ্যতালিকায় কার্বোহাইড্রটের চেয়ে প্রোটিন বেশি রাখুনঃ
কার্বোহাইড্রেট আমাদের ওজন বৃদ্ধি করে মোটা করে ফেলে। তাই যতটা সম্ভব খাদ্যতালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখুন এবং প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি রাখুন। যেমন ভাত, আলু, রুটি এগুলোর পরিবর্তে মাছ, ডিমের সাদা অংশ, মুরগির মাংস এসব খাবার গ্রহণ করুন। গরু এবং খাসির মাংস যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। গরু এবং খাসির মাংসের চেয়ে মুরগির মাংসে চর্বির পরিমাণ কম থাকে। প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে। অপরদিকে কার্বোহাইড্রেট আমাদের মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে।
Shop at Nutripure Bangladesh
৬. ফাস্টফুড এবং কোমল পানীয় পরিহার করুনঃ
ফাস্টফুড এবং কোমলপানীয় আপনার শরীরের ফ্যাট বাড়াতে সাহায্য করে। এসব খাবার খেতে ভালো লাগলেও এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ফাস্টফুড তৈরিতে ফ্যাট জাতীয় উপকরন ব্যবহার করা হয়ে থাকে। এবং কোমল পানীয়তে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং কার্বন-ডাই-অক্সাইড। এসব খাবার দীর্ঘদিন খেলে ওবিসিটি, হৃদরোগ, ডায়াবেটিস এবং আরো অনেক রোগের সম্ভাবনা বেড়ে যায়।
৭.পর্যাপ্ত পানি পান করুনঃ
পানির অপর নাম জীবন। আমাদের দেহের ৭০% ই পানি। দৈনিক ৮-১২ গ্লাস পানি পান করলে আপনার শরীর থেকে ক্ষতিকর ফ্যাট এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে যায়। এতে আমাদের শরীর হাইড্রেট থাকে এবং চর্বি জমা না হয়ে দ্রবীভূত হয়ে যায়। পানি আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। প্রত্যেক বেলা খাবারের আগে এক গ্লাস পানি খেয়ে নিলে খাবারের চাহিদাও কমে আসে।
৮.রাতের খাবার আগেভাগে শেষ করুনঃ
ওজন কমানোর ক্ষেত্রে রাতের খাবারটা সঠিক সময়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাতের খাবার শেষ করার পরপরই আমরা ঘুমোতে চলে যাই। এর ফলে সেই খাবারের পুরোটাই আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা হয়ে থাকে। তাই রাতে খাবার খাওয়ার আগে নিউট্রপিওর বাংলাদেশের slimming green coffee খেয়ে ৩০ মিনিট পরে রাতের খাবার খান। এটি আপনার মেটাবলিজম বুস্ট করবে ফলে শরীরে ফ্যাট জমতে পারবে না।
৯.পর্যাপ্ত ঘুমঃ
সু-স্বাস্থের জন্য ঘুম অপরিহার্য। ঘুমের সময় আমাদের শারীরিক ঘাটতিগুলো পূরণ হয়ে যায় এবং ঘুম থেকে আমরা সারাদিন কাজ করার শক্তি পেয়ে থাকি। দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। রাত দশটা থেকে এগারটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। দিনের বেলা না ঘুমানোই ভালো। বিশেষ করে দুপুরের খাবার শেষ করে ঘুমাতে যাবেন না, এতে খাবারটি আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা থাকে।
১০.নিজেকে চিন্তামুক্ত রাখুনঃ
অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শরীরের জন্য ক্ষতিকর। তাই যতটা পারবেন নিজেকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করবেন। বেশি মাত্রায় চিন্তার কারণে আমাদের পরিপাক ক্রিয়া বাধাগ্রস্ত হয়ে খাদ্য হজমে সমস্যা দেখা দিতে পারে। ফলে খাবার গুলো শক্তিতে রুপান্তরিত না হয়ে আমাদের শরীরে ফ্যাট হিসাবে জমা হয়।
নিউট্রপিওর বাংলাদেশের slimming green coffee ১০০% অরগানিক ।এটি কোন প্রকার পার্সপ্রতিক্রিয়া ছাড়াই মাত্র ৬-৮ সপ্তাহে ৮-১০ কেজি কমাতে সাহায্য করবে। তাই দেরি না করে আকন ই শুরু করুন আপনার ওজন কমানোর জাৱনি।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…