শীতের শুষ্কতা থেকে স্কিনকে বাঁচাতে ৫টি টিপস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
শীতের শুষ্কতা থেকে স্কিনকে বাচাতে ৫টি টিপস -
শীত আসতেই আমাদের ত্বক হয়ে ওঠে শুষ্ক ও অমসৃন । তাই ত্বকের যত্নে কিছু পরিবর্তন করে ও সঠিক প্রোডাক্ট ব্যবহারে, আমরা এই শীতে আমাদের ত্বককে মসৃণ এবং প্রাণবন্ত রাখতে পারি।
১. স্কিনকে ময়েশ্চারাইজ করুনঃ
যে কোনো সময় আপনি আপনার মুখ, হাত বা শরীর ক্লিন করার ফলে ত্বকের ন্যাচারাল অয়েল চলে যায়। এই তেলগুলি আপনার ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। তাই আপনার ত্বক ক্লিন করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতকালে। শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে কাজ করে এমন ময়েশ্চারাইজারগুলির মধ্যে রয়েছে্,
Rose Oil: স্কিনকে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে,ত্বকের ভিতরের স্তর থেকে স্কিনকে ব্রাইট করে, স্কিন ড্যামেজ দূর করে,সানট্যান বা রোদে পোড়া ভাব দূর করে।
Tea Tree oil: ব্যাক্টেরিয়া দূর করে একনি ও পিম্পল ফিরে আসা বন্ধ করে, স্কিনের প্রয়োজনীয় ময়েশ্চারাইজেশন দেয়, এলার্জিক রি-একশন দূর করে ও এন্টি-সেপটিক হিসেবে কাজ করে।
Moringa oil: শুষ্ক ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, সান স্পট প্রতিরোধ করে।
Jojoba oil: স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, ড্রাই স্কিনের জন্য উপকারি, ব্রণ ট্রিটমেন্টে একনি কম্বোর সাথে একসাথে কাজ করে,মেক আপ রিমুভার হিসেবে ব্যাবহার করা যায়।
২. প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন:
তীব্র সূর্যালোক বরাবরই আমাদের স্কিনর জন্য ক্ষতিকর। এমনকি শীতকালেও, সূর্য থেকে নির্গত ক্ষতিকারক UV রশ্মি আমাদের স্কিন ও বডির জন্য হুমকিস্বরুপ।সূর্য থেকে নির্তত UV রশ্মি আমাদের স্কিনে সানট্যান ও সানস্পট সৃষ্টি করে এবং আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন কমপক্ষে এসপিএফ 30 সহ সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেয়। নিউট্রিপিউর বাংলাদেশের Nutripure Collagen Whitening Sunscreen ব্যবহারে,সানট্যান ও সানস্পট দূর হয়, ইন্সট্যান্ট মেক আপ লুক দেয়,SPF50 দেয় UV-রে থেকে সর্বোচ্চ সুরক্ষা।
Shop at Nutripure Bangladesh
৩. শীতের জন্য প্রোপার স্কিন কেয়ার রুটিন ফলো করুন
দিনের শুরু থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত স্কিনকে রুটিন মেনে কেয়ার করলে স্কিন হয়ে উঠবে আরও ব্রাইট এবং হেলদি। যেকোনো ধরনের ত্বকের যত্নে বিশেষ করে অয়েলি ও একনি প্রণ স্কিনের জন্য নিউট্রপিওর বাংলাদেশের স্কিন ডে- নাইট রুটিন ফলো করলে ত্বকের যত্ন নেওয়া সহজ হয়ে যায়।
যদি আপনার ত্বক শুষ্ক ও বিশেষভাবে সংবেদনশীল হয়, তাহলে আপনি আপনার ত্বকের যত্নের রুটিনকে সঠিকভাবে আ্যাডজাস্টমেন্ট করে নিন।
পিম্পল ও অয়েলি একনি প্রবন ত্বকের জন্য নিউট্রিপিওর বাংলাদেশের Complete pimple cure solution. রেগুলার ইউজে পিম্পল ও ফাংগাল একনি দূর হবে এবং পোর মিনিমাইজ হবে ন্যাচারালি.
Aloe Vera Gel Cleanser- একনি প্রণ সেনসিটিভ স্কিনকে ডিপলি ক্লিন করে
Acne Cure Mask- পিম্পল ও ফাঙ্গাল একনি দূর করে।
Tea Tree Oil- ব্যাক্টেরিয়া দূর করে একনি ফিরে আসা রোধ করে।
Rose Mist Toner- স্কিনকে এক্সফোলিয়েট করে ও সুদিং ইফেক্ট দেয়”
ডার্কস্পট ও ড্রাই স্কিনের জন্য নিউট্রিপিওর বাংলাদেশের Complete skin brightening routine. এটি ডার্কস্পট, পিগমেন্টেশ, স্কিনের ডার্কনেস ও ডেড সেলস দূর করে ড্রাই স্কিনকে করে তুলে ব্রাইট ও গ্লোয়িং, ন্যাচারালি।
Whitamin-C Cleanser- দেয় ইনস্ট্যান্ট ডিপ ক্লিনজিং ও ব্রাইটার লুক।
Brightening Pack- স্পট দূর করে স্কিনকে করে তোলে ব্রাইট ও গ্লোয়িং।
Rose Facial Oil- স্কিনকে দেয় ৪৮ ঘন্টা পর্যন্ত ডিপ ময়েশ্চারাইজেশন ও স্কিনকে ডিপলি হাইড্রট করে।
Rose Mist Toner- স্কিনকে এক্সফোলিয়েট করে ইভেনটোন করে তোলে ও ডেড স্কিন সেল দুর করে।
৪. সপ্তাহে এক থেকে দুই বার স্ক্রাব করুনঃ
আপনার ত্বকের ডেড সেল গুলিকে রিমুভ করতে ও, আপনার স্কিনকে স্মুথ এবং প্রাণবন্ত রাখতে স্ক্রাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার স্কিন ড্রাই ও ডেড স্কিন সেল যুক্ত হয়ে থাকে তবে তা দুর করতে স্ক্রাব অপরিহার্য। ব্যবহার করুন নিউট্রিপিওর বাংলাদেশের Hand and body glowing combo. এটি আপনার ফুল বডি, আন্ডার আর্মস ও সেনসিটিভ পার্টস ব্রাইট করবে ও ডেড স্কিন সেল দুর করতে সাহায্য করবে।
Glow body scarb- সপ্তাহে ১ অথবা ২ দিন বাবহারে ,বডি স্কিনের ৩ স্তর ভেতর থেকে স্কিনকে ব্রাইট করবে এর সাথে ডেড ডার্মাল স্কিন সেলস গুলো রিমুভ করে স্কিনকে ডিপলি ব্রাইট করবে।
Jojoba oil- স্কিনকে ময়েশ্চারাইজ করে ড্রাই স্কিনকে সতেজ রাখবেওস্কিন টেক্সচার ইমপ্রুভ করবে।
Moringa oil- এন্টি পলিউশন শিল্ড হিসেবে কাজ করে স্কিনকে দেবে ইয়ংগার লুক।
৫. অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন :
শীতের দিনে আমারা সবাই গরম পানি ব্যবহার করতে পছন্দ করি। পানির তাপমাত্রা কুসুম গরম এর কাছাকাছি রাখতে পারি । অতিরিক্ত গরম পানি আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। বেইলর কলেজ অফ মেডিসিনের মতে, গরম পানি আপনার ত্বকের প্রাকৃতিক তেলগুলিকে কুসুম গরম পানির চেয়ে দ্রুত রিমুভ করে ফেলতে পারে(যা সাধারণত 98.6°F/37°C) এবং আপনার ক্ষতির কারণও হতে পারে। গোসল করার পরে আপনার ত্বক জোরালোভাবে ঘষার পরিবর্তে, একটি নরম তোয়ালে দিয়ে আপনার ত্বকে আলতো করে চাপ দিন।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…