স্কিনের পোরস পারফেক্টলি ক্লিন করতে পারে ঘরোয়া ফেসিয়াল

Clean Facial Pores with homemade facial

একনি বা পিম্পল এক সময় চলে যায়, কিন্তু  রেখে যায় ডার্ক স্পট ও পোরস। ত্বক থেকে অতিরিক্ত ওয়েল ও ঘাম বের করে দেয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ এই পোরস যখন পিম্পলের কারণে বড় হয়ে যায়, এতে জমতে থাকে ডেড স্কিন সেলস ও অন্যন্য ময়লা যা এক সময় ডার্ক স্পটে রূপ নেয়। নিখুঁত ও মসৃণ স্কিন পেতে তাই এই পোরস গুলো নিয়মিত ক্লিন করা খুবই জরুরি। অনেকে বিভিন্ন ক্যামিকেল ফেসিয়াল, টোনার ইত্যাদি ব্যবহার করে থাকে পোরস ক্লিন করার জন্য। আপাত দৃষ্টিতে এগুলো পোরস গুলোকে ক্লিন করলেও এই সব ক্যামিকেল প্রডাক্ট দীর্ঘদিন ব্যবহারে ধীরে ধীরে স্কিনে রিঙ্কেলস ও বয়সের ছাপ পড়ে যায়। পোরস নিয়ে আপনাদের দুশ্চিন্তা দূর করতে আজকে নিয়ে এসেছি ন্যাচারালি পোরসকে ক্লিন করার জন্য একটি অসাধারণ ঘরোয়া রেসিপি।

আপনার যা যা প্রয়োজন-

  • ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু
  • ১ টেবিল চামচ টকদই
  • ১ টেবিল চামচ কাঁচা হলুদের গুড়া

যেভাবে কাজ করে-

  • মধুতে আছে ত্বকের সেলস গুলোকে সতেজ করে তোলার গুণাগুণ। এছাড়া এতে আছে এন্টি মাইক্রোবিয়াল,এন্টি ইনফ্লেমেটরি ও স্কিন ক্লিনিং উপাদান।
  • কাঁচা হলুদের গুড়ায় আছে পোরস ক্লিন করার ও ত্বকের অতিরিক্ত সিবাম দূর করার ক্ষমতা।
  • টক দই এর ল্যাকটিক এসিডে আছে ত্বকের pH ব্যালেন্স নিয়ন্ত্রণ ও ত্বকের পোরস গুলোকে ক্লিন ও টাইট করার গুণাগুণ।

ব্যাবহার বিধি-

  • মধু, টকদই ও কাঁচা হলুদের গুড়া একসাথে একটা বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে নিন।
  • মিশ্রণটি আপনার ফেইসে ও ঘাড়ে এপ্লাই করুন, এভাবে ১৫-২০ মিনিট রেখে দিন।
  • শুকিয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও স্কিন শুকনো টাওয়েল দিয়ে মুছে নিন।
  • এবার আপনার পছন্দমত ময়েশ্চারাইজার এপ্লাই করুন।

এই হলো খুব সহজে ঘরে বসে বাজেট ফ্রেন্ডলি উপাদান দিয়ে ত্বকের পোরস ক্লিন করার ফেসিয়াল তৈরীর রেসিপি। সপ্তাহে ৩ বার প্রসেসটি ফলো করলে অল্প দিনেই পেয়ে যাবেন পোর মুক্ত মসৃণ গ্লোয়িং ত্বক।  কমেন্টে জানিয়ে দিন স্কিনের যত্নে আপনারা কে কি ঘরোয়া উপায় ফলো করেন।

Nutripure Bangladesh

Leave a Reply