শ্যাম্পুর মূল কাজ হলো স্ক্যাল্প ও চুলের ডার্টস, ইম্পিওরিটিজ ও এক্সেস অয়েল দূর করা। তবে অতিরিক্ত শ্যাম্পু ইউজ করা চুলের জন্য বেশ হার্মফুল। বিশেষ করে চুলের আগার দিকে শ্যাম্পু ইউজ করলে চুল আরো বেশি রাফ ও ফ্রিজি হয়ে যাবার এমনকি হেয়ার ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত শ্যাম্পু স্ক্যাল্পের প্রয়োজনীয় অয়েল ধুয়ে ফেলে প্লাস স্ক্যাল্প ও হেয়ারকে ড্রাই করে ফেলে।
এজন্য আপনার যদি ড্রাই স্ক্যাল্প ও হেয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে উইকলি দুইবারের বেশি শ্যাম্পু ইউজ করার প্রয়োজন নেই। একই সাথে হেয়ার ওয়াশের সময় শুধুমাত্র হেয়ার রুট গুলো শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিন, চুলের আগার দিকটা এমনিতেই পরিস্কার হয়ে আসবে।
যদি হেয়ার স্টাইলিং প্রডাক্ট ইউজ না করা হয়, সেক্ষেত্রে চুলের আগার দিকে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। চুলের প্রান্তগুলি সবচেয়ে পুরানো, সবচেয়ে ভঙ্গুর অংশ এবং তাদের জন্য প্রয়োজন বিশেষ যত্নের।
হেয়ার রিলেটেড যেকোনো প্রবলেমের সল্যুশনে নিউট্রিপিওরের আছে ইফেক্টিভ অর্গানিক ট্রিটমেন্ট। চুলের যত্নে সচেতন হোন। হেলদি থিক অ্যান্ড লং চুলে উদ্ভাসিত করুন সবাইকে।