রোদে বের হলেই মাথাব্যাথা শুরু হচ্ছে? সানগ্লাস হতে পারে এর ইজি সল্যুশন!

Why do you need to wear sunglass

শুধুমাত্র স্টাইলিং একসেসরি না, রেগুলার সানগ্লাস ইউজ করা কিন্তু আরো বেশ কয়েকটি কারণে বেনিফিসিয়াল! সানগ্লাস সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে আমার চোখকে প্রটেক্ট করে। সেই সাথে আই এরিয়াতে রিঙ্কেলস হওয়া রোধে কাজ করে! সামার হোক বা উইন্টার, জেনে নিন রেগুলার সানগ্লাস ইউজ করার ৫ টি কারণ-

  • সূর্যের অতিবেগুণী রশ্মি থেকে চোখকে প্রটেক্ট করে
  • ফিজিক্যাল ডার্টস, ও মাইক্রো -পার্টিকেলস চোখে প্রবেশ করা থেকে রক্ষা করে
  • পরবর্তীতে আই ডিজিজ হবার সম্ভাবনা কমায়
  • তীব্র রোদে চোখ মেলে সব কিছু দেখার ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যায় তা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না!
  • যাদের মাইগ্রেন ও মাথাব্যাথার প্রবলেম আছে, তারা নিশ্চয়ই জানেন যে সূর্যের তীব্র আলোতে এই পেইনফুল প্রবলেম গুলো কত দ্রুত ট্রিগার করে! এজন্য রৌদ্রজ্জ্বল দিনে তাদের জন্য সানগ্লাস ইউজ করা মাস্ট!

যারা সানগ্লাস নিতে চাইছেন, অবশ্যই নেয়ার সময় ভালো মানের পোলারাইজড সানগ্লাস নিন ও তা ১০০% UVA & UVB থেকে প্রটেকশন দেয় কিনা সেটা খেয়াল করে নেবেন। সুস্থ শরীর, সুস্থ মনের সাথে ভালো থাকুন সবাই!

5/5
Share:

Nutripure Bangladesh

Leave a Reply